করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে ৩ বছর আগে দেশজুড়ে লাগু হয়েছিল কোভিড(Covid) বিধি। অবশেষে তা পুরোপুরি প্রত্যাহার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার টেলি সম্মান প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, “আজ থেকে কোভিড বিধি প্রত্যাহার করা হল।” করোনা ভাইরাসের প্রকোপ না থাকলেও এতদিন আংশিক কোভিড বিধি লাগু থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে তাদের জন্য স্বস্তির তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার টেলি সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে টেলিভিশনে বিনোদন মূলক অনুষ্ঠানের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি টেলিভিশন চ্যানেল মানুষের মনের দরজা। কারণ টেলিভিশনের মাধ্যমেই আপনারা মানুষকে বর্তমান সময়ের নানা বিষয় সম্পর্কে অবগত করার পাশাপাশি প্রাণবন্ত করে তোলেন। মানুষের মনের জাগরণ তৈরি করেন।” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আজ শুভ দিনে আমি আপনাদের জানাতে চাই আজ বাংলা থেকে কোভিড বিধি তুলে নেওয়া হল।” একইসঙ্গে মনে করান, এই কোভিড বিধির জন্য আপনাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে কোভিডের সময় মানুষের যখন কোনও অনুপ্রেরণা ছিল না, তখন ঘরে বসে মানুষ এই টিভি চ্যানেলগুলো দেখত।”


উল্লেখ্য, রাজ্যে চলমান কোভিডবিধি বহাল ছিল ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। এই বিধির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল নৈশ কার্ফু। রাত ১২টা থেকে পরের দিন ভর ৫টা পর্যন্ত এই কার্ফু বহাল থাকত। এছাড়া দুরত্ব বজায় রাখা, মাস্ক পরা, বাজার বন্ধ রাখার মতো আরও একাধিক ক্ষেত্রে ছিল কড়া বিধিনিষেধ। যার জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তবে গতবছর ৩১ মার্চ নবান্নের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল কোভিড বিধি। যদিও ভিড় জায়গায় মাস্ক পরা বাধ্যতামুলক বলে জানিয়ে দিয়েছিল সরকার। এবার রাজ্য থেকে সম্পূর্ণরূপে কোভিড বিধি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
