Kolkata Metro: লন্ডন, মস্কো, বার্লিনের ‘এলিট ক্লাবে’ ঢুকছে কলকাতা মেট্রো!

এবার লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুল মেট্রোর অভিজাত ক্লাবের সদস্য হতে চলেছে গর্বের এবং ঐতিহ্যের কলকাতা মেট্রোরেল। রেল মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে একথা জানানো হয়েছে। বর্তমানে স্টিল থার্ড রেলের মাধ্যমে কলকাতা মেট্রোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। খুব দ্রুতই কলকাতা মেট্রোয় ব্যবহার হতে চলেছে অ্যালুমিনিয়াম থার্ড রেল। আর এর মাধ্যমেই ৪০ বছরের পুরনো কলকাতা মেট্রো ঢুকে পড়বে লন্ডন, মিউনিখ, বার্লিন মেট্রোর ক্লাবে।

ইতিমধ্যেই দরপত্র চাওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে এই থার্ড রেলের জন্য। বিবৃতি অনুযায়ী প্রথম পর্যায়ে দমদম থেকে শ্যামবাজার পর্যন্ত কাজ হবে। দ্বিতীয় ধাপে শ্যামবাজার থেকে সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত থার্ড রেল বসানো হবে। তৃতীয় পর্বে কাজ হবে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত। সুতরাং মোট ৩৫ কিলোমিটার থার্ড রেল বসানো হবে ধাপে ধাপে। রেলের যুক্তি থার্ড রেল বসানো হলে ভোল্টেজ হ্রাস- বৃদ্ধির সমস্যা দূর হবে এবং মেট্রো দ্রুতগামী ও আরও মসৃণ ভাবে চলবে।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বি.তর্কের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের

 

Previous articleপশ্চিমবঙ্গ দিবস নিয়ে বি.তর্কের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের
Next articleযাদবপুর-কাণ্ডে জামিন পেলেন তিন পড়ুয়া! তবে ছাড়া পাচ্ছেন একজনই