Friday, December 19, 2025

ডুরান্ডের ফাইনালে কাকে চাইছেন কুয়াদ্রাত? কী বলছেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

৩ সেপ্টেম্বর ডুরান্ড ফাইনাল। প্রথম ফাইনালিস্ট হিসাবে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে যাবে দ্বিতীয় সেমিফাইনালের মোহনবাগান বনাম এফসি গোয়া ম‍্যাচে যে দল জয় পাবে তারা। দুরন্ত প্রত্যাবর্তনে নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। মরশুমে এখনও অপরাজিত লাল-হলুদ। সমর্থকরা বহু দিন পর ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। ফাইনালে ফের ডার্বি হওয়ার সম্ভাবনা। কিন্তু দাপুটে ফুটবলে প্রায় দু’দশক পর ডুরান্ড ফাইনালে ওঠার পর প্রতিপক্ষ নিয়ে ভাবতে চান না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই নিয়ে  তিনি বললেন, “মরশুমের শুরুতে আমি বলেছিলাম, আমাদের এবার হারানো কঠিন হবে। সেটাই কিন্তু ঘটছে। আমরা হারার আগে হারব না। নর্থইস্টের বিরুদ্ধে এই মরশুমের সেরা ম্যাচ খেললাম আমরা। আমি খুশি দলের পারফরম্যান্সে।”

ক্লান্তি নিয়ে চিন্তায় রয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তাই বুধবার ফুটবলারদের রিকভারি সেশন করিয়ে বৃহস্পতিবার প্র্যাকটিসে ছুটি দিয়েছেন কুয়াদ্রাত। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “শেষ দিকে ছেলেরা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আমি রণকৌশল বদলে দিয়েছিলাম। ফুটবলে ব্যবধান খুব সামান্য। বিশেষ করে এক গোলের ব্যবধান যে কোনও সময় মিটিয়ে ফেলা যায়। তাই এক গোল শোধ করার পর আমরা আশাবাদী ছিলাম ম্যাচে ফেরার ব্যাপারে।”

ডুরান্ডের ফাইনালে প্রতিপক্ষ মোহনবাগান না গোয়া, কাকে পেলে খুশি হবেন? এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “মোহনবাগান ফাইনালে উঠলে অত্যন্ত কঠিন ম্যাচ হবে। গোয়াও ধারাবাহিকতা দেখিয়েছে প্রতিযোগিতায়। আমরাও তৈরি। তবে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে আমরা বেশি ভাবতে রাজি নই। এদিকে, কার্ড সমস্যায় ফাইনালে খেলতে পারবেন না সৌভিক চক্রবর্তী। প্ল্যান বি ভাবতে হবে ইস্টবেঙ্গল কোচকে।”

আরও পড়ুন:আয়োজক হলেও জার্সিতে নেই পাকিস্তানের নাম, কেন?

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...