Wednesday, December 10, 2025

অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ালো রাজ্য

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থার তরফে অমীমাংসিত কর সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। বিভিন্ন আদালতে বিচারাধীন এই ধরণের মামলা নিষ্পত্তির জন্য ৩১ আগস্ট পর্যন্ত সুযোগ দিয়েছিল সরকার। শিল্প সংগঠন ও বণিকসভাগুলির আর্জি মেনে সেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অর্থ দফতর। প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সুবিধাটি চালু করা হয়েছিল। প্রথম আড়াই মাসে ১২ হাজার সংস্থা এই প্রকল্পের সুযোগ নিয়েছে বলে দাবি রাজ্যের অর্থ দফতরের। এর ফলে রাজ্যের আয় হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।

জি এস টি চালুর আগে কর সংক্রান্ত যে বিরোধগুলি আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং নিষ্পত্তি হয়নি সেগুলির বকেয়া করের ১৫ শতাংশ মেটালে সংস্থাগুলি তাদের আর্থিক বিবরণী আরও অনেক বেশি স্বচ্ছ রাখতে পারবে বলে দাবি রাজ্যের অর্থ দফতরের। শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তা অনেকটাই আর্থিক রেহাই দেবে বলেও দাবি। ভ্যাট, জিএসটি এবং সেলস ট্যাক্সের ক্ষেত্রে এভাবে বিরোধের মীমাংসা করা যাবে ১৫ শতাংশ কর মিটিয়ে। এক্ষেত্রে পেনাল্টি, সুদ এবং লেট ফি বাবদ যা বকেয়া আছে, সেখানেও ১০০ শতাংশ রেহাইয়ের সুযোগ পাবেন করদাতারা। এন্ট্রি ট্যাক্সের ক্ষেত্রে বকেয়া করের ৫০ শতাংশ মেটালেই মীমাংসা সম্ভব হবে। এক্ষেত্রে পেনাল্টি ও অন্যান্য বকেয়া দেওয়ার প্রয়োজন নেই।

রাজ্যের ট্রান্সপোর্ট সংস্থাগুলিও রাজ্য সরকারের এই স্কিমের আওতায় আসতে পারবে। সেক্ষেত্রে কর বকেয়া রাখার জন্য যে পেনাল্টি দেওয়ার কথা, তার দু’শতাংশ বা ১৫ হাজার টাকা— দুয়ের মধ্যে যেটি কম, সেটুকু মিটিয়ে দিলেই হবে। রাজ্য সরকার জানিয়েছে, গত অর্থবর্ষ পর্যন্ত বিভিন্ন কোর্ট ও ট্রাইবুনালে ২৫ হাজার মামলা ঝুলেছিল। তাদেরই এই সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। এখন রাজ্যের শিল্প সংগঠন ও বণিকসভাগুলির আর্জি মেনে সেই সময়সীমা আরও বাড়িয়ে দিল সরকার।

আরও পড়ুন- প্রাকৃতিক বি.পর্যয়ে বিধ্ব.স্ত পাহাড়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাহাড় কাটায় নিষেধাজ্ঞা জারি হিমাচলে

spot_img

Related articles

মিনি নিলামে ফের দামি তারকাকে দলে ফেরাচ্ছে কেকেআর! ইঙ্গিত নায়ারের

গত মরশুমের আইপিএল নিলাম ২৩ কোটির বেশি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে(Venkatesh Iyer )দলে দিয়েছিল কেকেআর। কিন্তু পারফরম্যান্সে সন্তুষ্ট...

নরেন্দ্র হলেন ‘বাজপেয়ি’! সংসদে এ কি বললেন অভিজিৎ

করজোড়ে প্রণাম করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই নরেন্দ্র মোদির নামই ভুলে গেলেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া...

বাড়ছে আর্থিক পুরস্কারের অঙ্ক, সেরা দৌড়বিদরা আসছেন কলকাতা ম্যারাথনে

আগামী ২১ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হবে টাটা স্টিল ২৫কে( Tata Steel World 25K Kolkata) ম্যারাথন। এবার কলকাতা ম্যারাথনের...

সন্দেশখালিতে দুর্ঘটনায় আহত সাক্ষী: বিজেপির রাজনীতিতে উন্নাও-তুলনা তৃণমূলের

আদালতে যাওয়ার পথে সন্দেশখালির অভিযুক্ত শাহজাহান শেখের বিরুদ্ধে দাঁড়ানো সাক্ষীর গাড়িতে ধাক্কা ট্রাকের। সাক্ষী (witness) ভোলা ঘোষ বেঁচে...