শিক্ষকতায় বিশেষ অবদান, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার একাধিক শিক্ষক

প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের পুরস্কৃত করেন রাষ্ট্রপতি। শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বেশ কয়েকজন শিক্ষক। স্কুল শিক্ষা বিভাগে বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন পুরুলিয়ার রঘুনাথপুরের নফর অ্যাকাডেমির শিক্ষক ডঃ চন্দন মিশ্র। এবার পুরস্কার পেয়েছেন সারা দেশের মোট ৭৫ জন শিক্ষক।

উচ্চ শিক্ষা বিভাগে বাংলা থেকে পুরস্কার পেয়েছেন কলকাতার আইআইএসইআর এর শিক্ষক শ্যাম সেনগুপ্ত। খড়গপুর আইআইটির শিক্ষক সুমন চক্রবর্তীও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। দক্ষতা বৃদ্ধি এবং শিল্পোদ্যোগ বিভাগে শিক্ষক দিবসে পুরস্কৃত হয়েছেন দুর্গাপুরের সরকারি আইটিআইয়ের শিক্ষক রমেশ রক্ষিত।

আরও পড়ুন- খিচুড়ি দু.র্নীতি মুম্বইয়ে! পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারে জা.লিয়াতির অভিযোগ

 

Previous articleখিচুড়ি দু.র্নীতি মুম্বইয়ে! পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারে জা.লিয়াতির অভিযোগ
Next articleভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, নেপালের তিন ক্রিকেটারকে পুরস্কার বিরাটদের