Thursday, July 3, 2025

সমালোচনা অতীত! জি ২০ সম্মেলনের আগে কেন্দ্রের ‘বিদেশ নীতি’কে সমর্থন মনমোহনের 

Date:

এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ মনমোহন সিং (Manmohan Singh)। জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন বর্তমান প্রধানমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukriane Russia War) বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন। তবে শুধু প্রশংসাই নয়, একই সঙ্গে দেশীয় রাজনীতির স্বার্থে বিদেশ নীতিকে ব্যবহার না করার বিষয়েও মোদিকে সতর্ক করেছেন তিনি। তবে যিনি নোট বাতিল (Demonetization) থেকে শুরু করে কৃষি আইন সহ একাধিক ইস্যুতে আগে মোদি সরকারের (Modi Govt) সমালোচনা করেছেন এবার তাঁর মুখেই শোনা গেল জয়গান। বিরোধীদের মতে, জি ২০ সম্মেলনে ডাক পেয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ মনমোহন।

তবে মনমোহন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদেশ নীতি। দলীয় রাজনীতির জন্য কূটনীতি ব্যবহারে সংযত থাকা জরুরি বলেই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ভারতের জি ২০ সভাপতিত্ব নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমার জীবদ্দশায় ভারতর জি২০ সভাপতিত্বের সুযোগ পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। জি২০ সম্মেলনের জন্য ভারতে বিশ্বনেতারা আসছেন, তার সাক্ষী হচ্ছি আমি। তিনি আরও বলেন, বিশ্বে ভারতের অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু অবশ্যই হওয়া উচিত। তবে দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে, কূটনীতি এবং বিদেশ নীতি ব্যবহার করার ক্ষেত্রে সংযম থাকা সমান গুরুত্বপূর্ণ।

এখানেই শেষ নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন আরও জানান, বিশ্বের যে কোনও দুটি শক্তি যখন একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তখন অন্যান্য দেশগুলির সামনে খুব জটিল পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক সেই সময় কে কার পক্ষ নেবে, ঠিক করাটা খুব কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারত যেভাবে নিরপেক্ষ থেকেছে, এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ অক্ষুন্ন রাখার পাশাপাশি শান্তির পক্ষে বার্তা দিয়েছে, সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত বলেই মত মনমোহনের।

 

 

 

 

 

 

Related articles

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা...

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে...

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে...

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব...
Exit mobile version