প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব বামন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন মার্ক

তার কীর্তি এখানেই থেমে থাকেনি। এই চ্যাম্পিয়নশিপে মোট চারটি পদক জিতেছেন তিনি

শারীরিক প্রতিবন্ধকতা হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব বামন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন মুম্বইয়ে বান্দ্রার মার্ক ধারমাই।

তার কীর্তি এখানেই থেমে থাকেনি। এই চ্যাম্পিয়নশিপে মোট চারটি পদক জিতেছেন তিনি।বসিয়া গেমস ছাড়াও ডিসকাস থ্রো ও ব্যাডমিনটনসের ডবলসে রুপো জিতেছেন মার্ক। পাশাপাশি এই চ্যাম্পিয়নশিপে ব্যাডমিন্টন সিঙ্গলসে ও জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জ জিতলেন তিনি।
২০০৪ সালে প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরেছিলেন তিনি। প্রথমবারেই পদক জয়। ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ যেতেন তিনি।সেই জয়ের পর থামেননি মার্ক। একের পর এক টুর্নামেন্টে দেশের হয়ে পদক জিতেছেন তিনি।
২০১০ সালের কমনওয়েলথ গেমসে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন। ২০১২ সালের লন্ডনে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক্সে ৪x৪০০ রিলে রেসে রুপো নিয়ে দেশে ফেরেন।

 

 

 

Previous articleইন্ডিয়া জোটকে ভয় বিজেপির! দেশের নাম বদল নিয়ে দিলীপের হু.মকির পাল্টা তো.প কুণালের
Next articleরাস্তায় ন*গ্ন মহিলার অসহায় আকুতি! শুনতে পেলেন কি?