শহর কলকাতায় ছাত্রকে অপহরণের অভিযোগ। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের লেক থানা এলাকার সেলিমপুরে। সন্ধে পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট স্কুল তো বটেই, সমগ্র এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

অভিযোগ, সোমবার দুপুরে লেক থানা এলাকায় স্কুলের সামনে থেকেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অপহৃত ছাত্রের বাড়ি সেলিমপুরে। ওই স্কুলের পড়ুয়াদের একাংশ জানাচ্ছে, এদিন দুপুর সাড়ে তিনটেয় স্কুল গেট থেকে বেরতেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জনের একটি দল। অপহরণকারীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল হেলমেটে। তারা ওই ছাত্রকে জোর করে বাইকে তোলার চেষ্টা করে।বাধা দেওয়ার চেষ্টা করে ওই ছাত্রের সহপাঠীরা। কার্যত ওই ছাত্রকে টেনে হিঁচড়ে বাইকে চাপিয়ে চম্পট দেয় অপহরণকারীরা।

প্রত্যক্ষদর্শী পড়ুয়া জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল ওই পড়ুয়া। সেই সময়ই তাকে ঘিরে ধরে কয়েক জন। মারধর শুরু করে। পড়ুয়াদের দাবি, এর পর ওই ছাত্রকে বাইকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। স্কুলের সামনের একটি দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।প্রকাশ্য দিবালোকে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকাদের মধ্যে।
