Wednesday, August 20, 2025

কাটল জটিলতা, টলিপাড়ার ‘কোন্দল’ মেটালেন অরূপ বিশ্বাস!

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই বাংলার সিনে পাড়ায় (Cine Industry) মনোমালিন্য আর ঝগড়া চলছিল। শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কাও তৈরি হয়েছিল। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (Federation of Cine Technicians and Workers of Eastern India) এবং সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ভেন্ডার্স গিল্ড নামেও পরিচিত) মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। ভেন্ডার্স গিল্ড (Vendors Guild) কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ফেডারেশন ও প্রডিউসাররা সাপ্লায়ার্সদের সঙ্গে বিভিন্ন ভাবে অসহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি ফেডারেশনের কিছু সদস্য বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। এই সমস্যা চলতে থাকলে তাঁরা কর্ম বিরতিতে যাবার কথাও ঘোষণা করেন। তাঁরা ফেডারেশন এবং প্রযোজকদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও করেন। আসলে ভেন্ডার্স গিল্ড টলিপাড়ার শুটিংয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। তাই তাঁরা স্ট্রাইক করতে শুরু করলে খুব স্বাভাবিকভাবেই সিনেমা সিরিয়ালের শুটিংয়ে সমস্যা তৈরি হবে। এই অবস্থায় টলি পাড়ার সমস্যার সমাধানে এগিয়ে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মন্ত্রীর। শুক্রবারে দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন তিনি।

ভেন্ডার্স গিল্ডের সেক্রেটারি সৈকত দাস (Saikat Das) জানান যে, মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন, সবাই সব কাজ করবে।কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। এমনকি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপ্লায়ারদের নিষিদ্ধ করার কথা লিখে জানানো হয়েছিল, সেখানেই আরও একটি বার্তা দিয়ে এই নিষিদ্ধ করার নির্দেশ প্রত্যাহারের কথাও বলতে হবে। টলিপাড়া সূত্রে খবর দুপক্ষই আপাতত এই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে।

spot_img

Related articles

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...