সংসদের বিশেষ অধিবেশনে চমক, মন্ত্রিসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

বিরোধীদের প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি অধিবেশনেই বিলটি আনা হবে। কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেওয়া হলো। ফলে লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য এবার থেকে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ মসৃণ হল। সোমবার সকালেই প্রধানমন্ত্রী মোদি জানান, চলতি অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এদিন একাধিক বৈঠক করেন। লোকসভা এবং রাজ্যসভায় বিলটি আনার দাবি তোলে বিরোধীরা।

আরও পড়ুন- আদানি মামলার তদন্তে নয়া কমিটি গঠনের আবেদন সুপ্রিম কোর্টে

Previous articleআদানি মামলার তদন্তে নয়া কমিটি গঠনের আবেদন সুপ্রিম কোর্টে
Next articleমমতার ডাকে সাড়া দিয়ে প্রথম দফায় বাংলায় মিত্তালের ২৫০ কোটি লগ্নি