দুয়ারে দলিল: সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরলে নয়া পদ্ধতি রাজ্যের

জমি-বাড়ি-সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরল করতে ডাক বিভাগের সঙ্গে যৌথ ভাবে নতুন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার (State Government)। এর ফলে সম্পত্তি কেনার পরে দলিলের জন্যে রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। ডাকযোগে ক্রেতার ঠিকানায় দলিল পৌঁছে  দেওয়া হবে। এক্ষেত্রে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়াকে অনুসরণ করা হচ্ছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও রাজ্যের আলোচনা হয়েছে। নতুন ব্যবস্থা শুরু করার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন বলে প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই আনুষ্ঠানিক ভাবে নতুন ব্যবস্থা চালু হবে। তবে নতুন পরিষেবার পাশাপাশি সরাসরি দলিল (deed) সংগ্রহের পদ্ধতিও চালু থাকবে।

রাজ্য অর্থ দফতরের অধীন ‘ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ’ সম্পত্তি রেজিস্ট্রেশনের পুরো বিষয়টিই দেখে। বর্তমানে রেজিস্ট্রির পরই অনলাইনে পাওয়া যায় দলিলের ‘সার্টিফায়েড কপি’। মূল দলিল পেতে নির্দিষ্ট আইজিআর বিল রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে উকিলের মাধ্যমে তা সংগ্রহ করতে হয়। এই প্রক্রিয়ার নানা জটিলতা রয়েছে। এর ফায়দা তোলে দালাল চক্র।  দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ উঠছে। সমাধানে এবার দুয়ারে দলিল (deed) পরিষেবা চালুর ভাবনা।

আরও পড়ুন: বো.রখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা! সুইজারল্যান্ডের পার্লামেন্টে পাশ ‘বিতর্কিত’ বিল

এই পরিষেবা চালু করতে আইনি কোনও বাধা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দালাল চক্র বা অসাধু চক্রের অসাধু কাজ বন্ধ হবে। বদলে সামান্য পোস্টাল চার্জ দিয়ে বাড়ি বসে দলিল পাওয়া যাবে।

 

Previous articleলিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি সিনহার
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে