Friday, December 19, 2025

গাজিয়াবাদের পার্কে তরুণীকে যৌ.ন হেন.স্তার অ.ভিযোগ তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে  

Date:

Share post:

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি পার্কে তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে।  অভিযুক্ত ৩ পুলিশকর্মী। হবু স্বামীর সামনেই এই অপকর্ম চালানো হয় বলে অভিযোগ। এমনকী ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ হাজারা টাকা দাবিও করে পুলিশকর্মীরা। কোনক্রমে অভিযুক্তদের থেকে নিস্তার পান যুগল। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত ১৬ সেপ্টেম্বর। গাজিয়াবাদের সাই উপবন সিটি পার্কে দুপুরে গল্প করছিলেন যুগল। অভিযোগ, সেখানে কিছুক্ষণ পর হাজির হন কীর্তিমান তিন পুলিশ কর্মী, তাঁদের মধ্যে দুজন ইউনিফর্মে ছিলেন। একজনের ছিল সাধারণ পোশাক। তরুণীর অভিযোগ, এক পুলিশকর্মী তার হবু স্বামীকে মারধর করেন। তাঁর গোপনাঙ্গে স্পর্শ করা হয়। এমনকী এক পুলিশকর্মী ওই ঘটনার পরে বারবার তাঁকে ফোন করে বিরক্ত করেন। এমনকী গভীর রাতে বাড়িতেও হাজির হন।

এর পর বাধ্য হয়ে পুলিশের আপাতকালীন নম্বরে ফোন করেন তরুণী। সেই ফোন পৌঁছায় গাজিয়াবাদ থানায়। জানা গিয়েছে, তিন অভিযুক্তেরা হলেন কনস্টেবল রাকেশ কুমার, হোম গার্ড দিগম্বর এবং আরও একজন। তরুণীর অভিযোগ, পার্কে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে ও পুরুষ সঙ্গীকে হেনস্তা করে পুলিশকর্মীরা। দশ হাজার টাকার দাবি জানান তাঁরা। ইচ্ছে না থাকলেও নিষ্কৃতি পেতে এক হাজার টাকা দিতে বাধ্য হন তিনি।

তরুণী জানান, “রাকেশ কুমার আমার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। জোর করে গোপনাঙ্গে হাত দেন। আমরা ওদের হাতেপায়ে ধরলেও ছাড়েনি। তৃতীয় ব্যক্তি ৫ লক্ষ টাকা দাবি করে।” তিন পুলিশকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ। গাজিয়াবেদের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার জানান, অভিযুক্ত রাকেশ কুমারকে সাসপেন্ড করা হয়েছে। দিগম্বরের দফতরকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। আপাতত তিনজনই পলাতক।

 

spot_img

Related articles

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...