এশিয়ান গেমসে ভারতের জয় জয়কার। এদিন একের পর এক পদক আসল ভারতের ঝুলিতে। মহিলা টেবিল টেনিস ডবলসে ব্রোঞ্জ পদক জয় করেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। পুরুষ স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে দল ব্রোঞ্জ পদক জয় করে। মহিলা স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে দলও ব্রোঞ্জ পদক জয় করে। এদিকে মহিলা ৩০০০ মিটার স্টেপেলচেজে রুপোর পদক জয় পারুল চৌধুরী। ওই বিভাগে ব্রোঞ্জ পদক পান প্রীতি। মহিলা লং জাম্পে রুপোর পদক পান সোজান। ৪×৪০০ মিস্কড রিলেতে রুপো পান ভারতীয় দল। এরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন তারা। শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে মমতা লেখেন,” ভারত এশিয়ান গেমসে ১৩টি সোনার পদক, ২২টি রুপোর পদক এবং ২৩ ব্রোঞ্জ পদক-সহ মোট ৫৮টি পদক নিয়ে ৯তম দিনে পদক জয়ের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে!”

মুখ্যমন্ত্রী আরও লেখেন,”মহিলাদের ৩০০০ মিটার স্টেপেলচেজে রুপো জয়ের জন্য পারুল চৌধুরী ওই বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্রীতিকে অভিনন্দন। আজ টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জেতার জন্য বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় জন্য গর্বিত৷ ভারতীয় রোলার স্কেটারদের ঐতিহাসিক পারফরম্যান্স যারা পুরুষ ও মহিলাদের ৩০০০ মিটার টিম রিলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। কার্তিকা জগদীশ্বরন, হীরাল সাধু, আরাথি কস্তুরী রাজ, সঞ্জনা বাথুলা এবং পুরুষ দলের বিক্রম রাজেন্দ্র ইঙ্গলে, সিদ্ধান্ত রাহুল কাম্বলে, আনন্দকুমার , আরিয়ানপাল সিং- তাদের অসাধারণ সাফল্যের জন্য শুভেচ্ছা। আপনারা সবাই সত্যিই ভারতকে গর্বিত করছেন! শ্রেষ্ঠত্বের সঙ্গে এগিয় যান।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা-ঐহিকাকে

