Friday, May 16, 2025

এমন ক্ষতিকারক সরকার মানুষ আগে দেখেনি, দাবি আদায়ে সরব মানস

Date:

Share post:

১০০ দিনের শ্রমজীবী মানুষ প্রায় ২ বছর নিজেদের হকের টাকা থেকে বঞ্চিত। কেন্দ্রের কাছে বাংলার গরিব মানুষের পাওনা ৭ হাজার কোটি টাকা। দেশের মানুষের জন্য এমন ক্ষতিকারক সরকার এর আগে আর দেখা যায়নি। মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরের ধর্ণা মঞ্চ থেকে এমন ভাবেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বঞ্চিত মানুষের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে মানস ভুঁইয়া বলেন, “১০০ দিনের কাজ নিয়ে লোকসভাতে আইন তৈরি হয়েছিল। যেখানে স্পষ্ট উল্লেখ, কাজ করার ১৫ দিনের মধ্যে জব হোল্ডারদের টাকা দিতে হবে। সেখানে ২ বছর ৪ মাস পেরিয়ে গিয়েও ন্যায্য টাকা পায়নি বাংলার গরিব মানুষ। এই ন্যায্য পাওনার দাবিতে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়া দেননি মোদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গেলে, কেন্দ্রের মন্ত্রী পালিয়ে যান। এতো ক্ষতিকারক সরকার মানুষ আগে দেখিনি।”

সুর চড়িয়ে মানস ভুঁইয়া আরও বলেন, “ওরা বলছে সিবিআই করবে। তাহলে ৬৯ বার কেন কেন্দ্রের টিম বাংলায় গিয়েছিল? কেন একটিও এফআইআর হল না? কেন ৭ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে না? ভুললে চলবে না এই টাকা বাংলার সমস্ত শ্রমজীবী মানুষের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে গিয়ে নিজে কানে নিজে চোখে বাংলার বঞ্চিত মানুষের দুর্দশা, দুঃখের কথা শুনেছেন। তাই দিল্লির বুকে অধিকার আদায়ের জন্য আজ আমাদের এই ধর্ণা।”

spot_img

Related articles

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...

ইস্টবেঙ্গলের তালিকায় ১৯ বিদেশি

নতুন মরসুমের জন্য এখন থেকেই দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal)। সবার আগে দলের বিদেশিদের দিকেই নজর দিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।...

বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ: তিলোত্তমাকে সেরার শিরোপা কেন্দ্রের, কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

ফের সেরার শিরোপা তিলোত্তমার মাথায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে কেন্দ্রীয়  সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে আনল...