Monday, August 25, 2025

বাংলার বঞ্চিত মানুষের দাবি আদায় বৃহস্পতিবার সারারাত রাজভবনের বাইরে ধর্নামঞ্চে কাটাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সন্ধেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেখা না করা পর্যন্ত ধর্নামঞ্চ ছাড়বেন না। এরপর মঞ্চে বসেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক।

বাংলার গরিব মানুষকে ১০০দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। এর প্রতিবাদে দিল্লিতে দুদিনে ধর্না কর্মসূচি পালন করেন অভিষেকরা। বুধবার কলকাতায় ফিরে অভিষেকের নেতৃত্বে এদিন মিছিল করে রাজভবনে গেটের সামনে তৃণমূলের নেতাকর্মীরা। সেখানেই তো ধর্নামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে আমাদের ধমকানো-চমকানো হয়েছে। কিন্তু আমাদের দমানো যায়নি। আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব।“ এরপরেই অভিষেক (Abhishek Bandyopadhyay) ঘোষণা করেন রাজ্যপাল না আসা পর্যন্ত তিনি ধর্নামঞ্চেই থাকবেন। সেখান থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। লেখেন,
“দিল্লিতে আওয়াজ তোলার পর আমরা বিজেপির জমিদারদের কাছে বিচার চাই!
গণতন্ত্রের স্বঘোষিত রক্ষকদের জনগণকে জবাব দিতে আর কতদিন লাগবে?
আর কতদিন জনগণের কাছ থেকে পালাবে?
সময় এগোচ্ছে, অপেক্ষায় বাংলা”

এদিন রাতে ধর্নামঞ্চের কাছে যান অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে ধর্নায় সামিল তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version