Sunday, November 16, 2025

কতদিন জনগণের কাছ থেকে পালাবে? ধর্নামঞ্চ থেকেই পোস্টে তো.প অভিষেকের

Date:

বাংলার বঞ্চিত মানুষের দাবি আদায় বৃহস্পতিবার সারারাত রাজভবনের বাইরে ধর্নামঞ্চে কাটাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সন্ধেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেখা না করা পর্যন্ত ধর্নামঞ্চ ছাড়বেন না। এরপর মঞ্চে বসেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক।

বাংলার গরিব মানুষকে ১০০দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। এর প্রতিবাদে দিল্লিতে দুদিনে ধর্না কর্মসূচি পালন করেন অভিষেকরা। বুধবার কলকাতায় ফিরে অভিষেকের নেতৃত্বে এদিন মিছিল করে রাজভবনে গেটের সামনে তৃণমূলের নেতাকর্মীরা। সেখানেই তো ধর্নামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে আমাদের ধমকানো-চমকানো হয়েছে। কিন্তু আমাদের দমানো যায়নি। আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব।“ এরপরেই অভিষেক (Abhishek Bandyopadhyay) ঘোষণা করেন রাজ্যপাল না আসা পর্যন্ত তিনি ধর্নামঞ্চেই থাকবেন। সেখান থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। লেখেন,
“দিল্লিতে আওয়াজ তোলার পর আমরা বিজেপির জমিদারদের কাছে বিচার চাই!
গণতন্ত্রের স্বঘোষিত রক্ষকদের জনগণকে জবাব দিতে আর কতদিন লাগবে?
আর কতদিন জনগণের কাছ থেকে পালাবে?
সময় এগোচ্ছে, অপেক্ষায় বাংলা”

এদিন রাতে ধর্নামঞ্চের কাছে যান অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে ধর্নায় সামিল তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version