Friday, January 9, 2026

আজ রাজভবন অভিযান তৃণমূলের, কোন কোন রাস্তায় যানজট হতে পারে জেনে নিন

Date:

Share post:

দিল্লিতে তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরে বুধবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর কাছেই গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাব। তারপরেই কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেল ৩টেয় রবীন্দ্রসদন থেকে মিছিল শুরু হবে। তৃণমূল নেতৃত্ব ও বঞ্চিত জবকার্ড হোল্ডাররা সকলে মিছিলে অংশ নেবেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তাঁরা। মিছিলের জেরে কলকাতার একাধিক রাস্তায় তীব্র যানজট হতে পারে। জেনে নিন কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন-

আরও পড়ুনঃ পলায়ন! তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাৎ এড়িয়ে আগামিকাল উত্তরবঙ্গের প্লাবন পরিদর্শনে রাজ্যপাল
বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মোহরকুঞ্জ থেকে জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, এসপ্ল্যানেড থেকে রানি রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল রাজভবনে যাওয়ার কথা রয়েছে। তাই এসকল রাস্তাগুলিতে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।


দিল্লিতে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্তা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মিথ্যাচারের ঘটনায় রাজ্যপালের কাছে কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়নমন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপালকে দেওয়া হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল তো বাংলার সব বিষয় নিয়ে মতামত দেন। রাজ্য সরকারের কাজ নিয়ে সমালোচনা করেন। তিনি বলুন, এতগুলি মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া কোন ধরনের ন্যায়। এ নিয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ব্যবস্থা নিন। তিনি যদি দেখা না করেন, তাহলে সেখান থেকে বেরিয়েই তাঁরা পরের পদক্ষেপ ঘোষণা করবেন বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...