এশিয়ান গেমসের ফাইনালে রুতুরাজরা, সেমিফাইনালে বাংলাদেশকে হারাল ৯ উইকেটে

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল। এদিন সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিল রুতুরাজ গায়কোওয়াডের দল। ভারতের হয়ে তিন উইকেট নেন সাই কিশোর। অর্ধশতরানে অপরাজিত তিলক ভার্মা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ রান জাকের আলির। ২৪ রানে অপরাজিত তিনি। ২৩ রান পরভেজ হুসেনের। ভারতের হয়ে তিন উইকেট সাই কিশোরের। দুটি উইকেট ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট অর্শদীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে তিলক ভার্মা এবং রুতুরাজ গায়কোওয়াড। ৪০ রানে অপরাজিত রুতুরাজ। ৫৫ রানে অপরাজিত তিলক ভার্মা। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ যশস্বী জসওয়াল। ৭ অক্টোবর ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। পাকিস্তান-আফগানিস্তানের মধ‍্যে যে দল জয়ী হবে, তার বিরুদ্ধে খেলতে নামবেন রুতুরাজরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস