আজ থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ভেঙে দিলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের রেকর্ড।

এদিন চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের তৃতীয় ওভারেই স্লিপে ফিল্ডিং করার সময় মিচেল মার্শের দুর্দান্ত ক্যাচ ধরেন কোহলি। আর ক্যাচ ধরতেই রেকর্ড গড়েন বিরাট। ২.২ ওভারে যশপ্রীত বুমরাহর অফ-স্টাম্পের সামান্য বাইরের বলে ব্যাটের কানা ছুঁইয়ে বসেন মার্শ। বল উড়ে যায় স্লিপে দাঁড়ানো কোহলির বাঁ-দিকে। কোহলি দু’হাত বলের পিছনে নিয়ে গিয়ে শরীর ফেলে অনবদ্য ক্যাচ ধরেন। আর এই ক্যাচ ধরতেই কুম্বলেকে টপকে ফেলেন বিরাট। এতদিন একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কুম্বলের। তিনি ১৪টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট নিলেন ১৫তম ক্যাচ। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড।

তবে সব দেশ মিলিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২৮টি ক্যাচ ধরেছিলেন। তাঁকে এবারের বিশ্বকাপে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের জো রুটের সামনে। তিনি এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপে ২০টি ক্যাচ ধরেছেন। এই তালিকায় ১১ নম্বরে রয়েছেন বিরাট।

এদিকে চেন্নাইয়ে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই উঠে গেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন। খেলা শুরুর পরেই মাঠে ঢুকে পড়লেন এক বিদেশি দর্শক। তাঁর গায়ে আবার ভারতেরই জার্সি। জার্সিতে লেখে জার্ভো ৬৯। নিরাপত্তারক্ষীদের ঘোল খাইয়ে মাঠে বেশ কিছু ক্ষণ ঘুরে বেড়ান তিনি। শেষে বিরাট কোহলি এসে তাঁর সঙ্গে কথা বলেন। বুঝিয়ে-সুঝিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁকে ফেরত পাঠান। পরে ওই সমর্থক নিরাপত্তাপক্ষীদের সঙ্গে দর্শকাসনে ফেরত চলে যান। তাঁর শাস্তি হতে পারে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন:এশিয়ান গেমসে নজির, ১০৭ টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত
