Thursday, January 22, 2026

ইজরায়েল ফেরত বাঙালিদের পাশে মুখ্যমন্ত্রী, দিল্লি ও নবান্নে খুলল কন্ট্রোলরুম

Date:

Share post:

অপারেশন অজয়-এর মাধ্যমে শুক্রবার সকালে ইজরায়েল(Israel) থেকে দিল্লি(Delhi) ফিরেছে ২১২ জন ভারতীয়। তাঁর মধ্যে রয়েছেন ৫৩ জন বাঙালি। এই বাঙালিদের দিল্লি থেকে রাজ্যে ফেরানোর সব দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিল্লিতে তাঁদের বিনামূল্যে থাকার ব্যবস্থার পাশাপাশি রাজ্যে ফিরতে ট্রেনের ভাড়া বহন করবে রাজ্যসরকার। পাশাপাশি যে কোনওরকম সমস্যা সমাধানে নবান্নে ও দিল্লিতে খোলা হল কন্ট্রোলরুম। শুক্রবার টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইজরায়েল ফেরত বাঙালিদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারতীয়/বাঙালিরা ইজরায়েল ছেড়ে দেশে ফিরে আসছেন। তাই আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছি, ফিরে আসা প্রত্যেকের জন্য কোনও রকম খরচ ছাড়া যথাসম্ভব সরকারি সাহায্যের ব্যবস্থা করার। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ৫৩ জন আজ সকালেই দিল্লি পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। এর মধ্যে বিনামূল্যে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে।” এছড়াও তিনি জানান, দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্কও রয়েছে। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় তৈরি। যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন…
দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারের অফিস: ০১১-২৩৭১-০৩৬২ / ০১১-২৩৭২-১৯৯১
নবান্ন কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪-৩৫২৬।

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন অজয় চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে রওনা দেয় কেন্দ্রের বিমান। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে নিয়ে দিল্লি ফেরে সেই বিমান। এই বিমানে ২১২ জনের মধ্যে ছিলেন ৫৩ জন বাঙালি। দিল্লি থেকে রাজ্যে ফিরতে তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে (Massive fire in Madhymgram)! সেখানের একটি রং তৈরির রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার...

৫০বছরের পূর্তির আগেই ‘বই তীর্থ’: গিল্ডের আবদার মেনে বইমেলায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চেই গিল্ডের আবদার বইয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

কূটনীতির জন্য ক্রিকেটকে জলাঞ্জলি, বিশ্বকাপ বয়কট বাংলাদেশের

জল্পনার অবসান, টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ (Bangladesh ), ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর...

ফের যোগীরাজ্য অনার কিলিং! বোন-সহ প্রেমিককে খুন করে কবর দিল দাদারা

ফের যোগীরাজ্যে সম্মানরক্ষার্থে জোড়া খুনের (Honor Killing) অভিযোগ! বোন ভিন্ন জাতে প্রেম করাতে মেনে নিতে পারেনি তিন দাদা।...