মহালয়ায় বাংলার মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেকের 

X হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছাবার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)।

মহালয়া (Mahalaya)থেকেই বঙ্গ জীবনে পুজোর(Durga Puja)আনন্দ শুরু। আজ সকাল থেকেই সেই উন্মাদনা লক্ষ্য করা গেছে। মহালয়ার কাকভোরে ঘাটে ঘাটে তর্পণ করার ভিড় চোখে পড়েছে। বাতাসে শরতের আগমন। আর বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর সূচনায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। X হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছাবার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)।

প্রধানমন্ত্রী লেখেন, ‘মহালয়ার এই পূজনীয় দিনে, আমরা প্রার্থনা করি মা দুর্গা সকলের জীবনে শক্তি, জ্ঞান ও শক্তির আর্শীবাদ করুন, আজকের এই দিন যেন সাহস, সৌহার্দ্য এবং সম্প্রতির আলোক হয়ে উঠুক। ‘

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মহালয়ার শুভ উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটিতে আশা, শক্তি এবং সম্প্রীতির সূচনা হোক। দুর্গাপুজোর প্রস্তুতির সঙ্গেই আসুন আমরা ঐক্য ও উদযাপনের চেতনায় একত্রিত হই।’

Previous articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম 
Next articleমহালয়ার আগের রাতে শহরের রাজপথে মেয়র! খতিয়ে দেখলেন একাধিক রাস্তার হাল হকিকত