আর কিছুক্ষণেই গগনযানের ‘বোধন’, তৈরি ISRO

একদিকে যখন দেশজুড়ে নবরাত্রির উৎসব, তখন পরীক্ষার টেনশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ISRO)। আজ সপ্তমীতে গগনযানের (Gaganyaan Mission ) বোধনে তৈরি ইসরো। শুরু টিভি-ডি১ টেস্ট ফ্লাইট উৎক্ষেপণের কাউন্টডাউন। সারাদেশের নজর এখন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় (Sriharikota, Andhrapradesh)।

মহাকাশে মানুষ পাঠাতে আজ ভেইকেল ফ্লাইটের পরীক্ষা করবে ইসরো। একটু পরেই ক্রু এস্কেপ সিস্টেমের পরীক্ষা শুরু হতে চলেছে। মহাকাশে মিশনের সময় যদি কোনও যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা হয় তাহলেও নভোশ্চরদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে কিনা, সেটাই পরীক্ষা করে দেখা হবে।

Previous articleবেসরকারি ইঞ্জিনিয়ারিং-কারিগরি কলেজের অ্যাডমিশন এবং টিউশন ফি বেধে দিল রাজ্য সরকার
Next articleDurga Puja 2023: পুজোর সুর সপ্তমে, জনজোয়ারেও সচল শহর!