সিঙ্গুরে দুর্গাপুজোয় স.ম্প্রীতির বার্তা, উদ্বোধনে বেচারাম মান্না

হুগলি জেলার (Hooghly ) সিঙ্গুর থানা এলাকায় দুর্গাপুজোতে সম্প্রীতির বার্তা। মাতৃবন্দনায় ব্রতী হলেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। হুগলি জেলার সিঙ্গুর থানার (Singur Police Station) অন্তর্গত ২নং রতনপুর পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এবারে প্রথম দুর্গাপুজোর (Durga Puja) আয়োজন করা হয়েছিল।

হুগলির এই রতনপুর গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কয়েকশো মানুষ বাস করেন। বহুদিন ধরেই তাঁরা পুজো করবেন বলে চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না। এবারের নব নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আরমান রহমানকে সঙ্গে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না গ্রামের হিন্দু ও মুসলিম বাসিন্দাদের নিয়ে একত্রে বৈঠক করেন । এবার প্রথম বছর দুর্গাপুজোর আয়োজিত হয়। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না।

Previous articleএকটুর জন্য সেঞ্চুরি মিস, বড় রান তাড়া করতে বিশ্বকাপে ফের বিরাট ম্যাজিক!
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ