Sunday, November 2, 2025

কবে থেকে রাজ্যে জাঁকিয়ে শীত? যা জানাল আবহাওয়া দফতর

Date:

Share post:

দুর্গাপুজো শেষের পর থেকেই আবহাওয়ার (Weather) বদল ঘটতে শুরু করেছিল। আর সেকারণেই কলকাতাসহ(Kolkata) রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কয়েক ডিগ্রি কমেছে। কষ্টকর গরম থেকে মিলেছে রেহাই। তবে এখন সবার মনে প্রশ্ন একটাই কবে আসছে শীত (Winter)? তবে এখনও এই প্রশ্নের উত্তরে স্পষ্ট করে মুখ খোলেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা ইতিমধ্যেই নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অক্টোবর মাসের শেষ ২ দিনে শীতের আমেজ থাকবে। পাশাপাশি নভেম্বরের শুরুতেই তাপমাত্রা বাড়বে, কমবে শীতের আমেজ। এমনটাই দাবি আবহাওয়া দফতরের৷

তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, জেলায় জেলায় শীতের আমেজ বজায় থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ থাকবে। বুধবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। পাশাপাশি এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ থাকবে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ভালই থাকবে। নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন-চার দিনে।

তবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়াতে এখনই উল্লেখযোগ্য কোনও বদল নেই। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে সোমবার মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। উপরের দিকে জেলাগুলির তাপমাত্রার পারদ রাতের দিকে কয়েক ডিগ্রি নামতে পারে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, সোমের কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতার তাপমাত্রা ৩১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ফলে মোটের উপর কলকাতাবাসীকে গরমে খুব বেশি ভুগতে হবে না।

 

 

 

spot_img

Related articles

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...