Wednesday, July 2, 2025

মুকেশ আম্বানিকে হু.মকি-email পাঠানোর অ.ভিযোগে তেলেঙ্গানা-গুজরাট থেকে ধৃ.ত ২

Date:

Share post:

শিল্পপতি মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) একাধিক হুমকিমূলক ইমেইল পাঠানোর অভিযোগ। শনিবার, তেলঙ্গানা থেকে এক ১৯ বছর বয়সী এবং গুজরাটের (Gujrat) এক ২১ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Police)। গত সপ্তাহে আম্বানি পাঁচটি ইমেইল পেয়েছিলেন। যেখানে প্রেরক তাঁর কাছ থেকে অর্থ দাবি করেছিলেন। দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরপরেই তদন্তে নামে পুলিশ। গণেশ রমেশ বানপার্থীকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি স্বীকার করেন, ১ নভেম্বর সকাল ১০.৩২ নাগাদ ৫০০ কোটি টাকা দাবি করে একটি হুমকি ইমেইলে পাঠিয়ে ছিলেন। বানপার্থীকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল এবং ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই তরুণই এই কাণ্ড ঘটিয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

গুজরাট থেকে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তিনি বি কম স্নাতক। ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার জানান, “আমরা গুজরাটের একজনকে গ্রেফতার করেছি, যিনি [email protected] থেকে শিল্পপতিকে হুমকি ইমেইল পাঠাচ্ছিলেন।” পুলিশ জানিয়েছে, যে ইমেল আইডির আইপি ঠিকানার সাহায্যে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের এস আর ইউনিভার্সিটি থেকে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোন চেক করে, পরের জনকে ধরা হয়েছে।

 

শনিবার আদালতে পুলিশ জানিয়েছে, “মেলটি তার পাঠানো ফোল্ডার থেকে মুছে ফেলা হয়েছে। আমরা যখন তার ইমেইলটি বিস্তারিতভাবে চেক করেছি, তখন আমরা তার ট্র্যাশ ফোল্ডার থেকে সেই ইমেলটি উদ্ধার করেছি।” পুলিশ জানিয়েছে, বানপার্থীর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

 

২৭ অক্টোবর আম্বানিকে (Mukesh Ambani) পাঠানো প্রথম হুমকিমূলক ইমেইলটিতে শাদাব খান লিখেছিলেন, “আপনি (আম্বানি) যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব, আমাদের ভারতে সেরা শ্যুটার আছে।” পরবর্তীতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি আরেকটি ইমেইল পান, যেখানে প্রেরক ২০০ কোটি টাকা দাবি করেছে। এই ইমেইলে টাকা দাবি করে বলা হয়, “যদি দাবি পূরণ না হয়, একটি মৃত্যু পরোয়ানা জারি করা হবে (আম্বানির জন্য)।” সমস্ত ইমেলগুলি [email protected] থেকে পাঠানো হলেও, সাম্প্রতিক ইমেলগুলির মধ্যে একটি [email protected] থেকে পাঠানো হয়েছিল। বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

অ্যাপ ক্যাব ভাড়ায় দ্বিগুণ বৃদ্ধির ছাড়পত্র, কেন্দ্রের নতুন নির্দেশিকায় চিন্তায় যাত্রীরা

অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। 'মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫' নামের নতুন...

ফের সীমান্তে বিএসএফের গুলি! মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির

ফের সীমান্তে গুলির শব্দ, ফের প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে হালদারপাড়ায়...

হাসপাতালে ঢুকে হুমকি বিজেপির কৌস্তভের! মুখ্যসচিবকে অভিযোগ চিকিৎসকদের

আর জি করে চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের পরে রাজনীতির ময়দান কাঁপাতে এতটুকু জমি ছাড়েনি বিজেপি বা বিরোধী দলনেতা...

বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ বুধবার শপথ নিলেন রাজ্য...