Sunday, May 11, 2025

অতীত ভুলে এগিয়ে চলো: ভোটের আগে রাহুলের পরামর্শ প্রকাশ্যে আনলেন পাইলট

Date:

Share post:

রাজস্থান বিধানসভা নির্বাচনে সব কিছু ঠিক থাকলেও কংগ্রেসের অস্বস্তি শুধুমাত্র অশোক গেহলট ও শচীন পাইলটের দ্বন্দ্ব। যদিও সেসব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন দুজনেই। নির্বাচন শেষ হলে কে মুখ্যমন্ত্রী হবেন সে প্রশ্ন ওকে দিতে শুরু করেছে ইতিমধ্যেই? এমনই প্রশ্নের মুখে পড়ে বৃহস্পতিবার জবাব দিলেন শচীন পাইলট। তুলে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাণীও। তিনি জানালেন রাহুল গান্ধী তাকে ক্ষমাশীল হয়ে পুরোনো দ্বন্দ্ব ভুলে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কে হবেন তা সময়মতো নির্বাচিত বিধায়ক ও শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।

রাজস্থানের মাটিতে পাইলট ও গেহলটের দ্বন্দ্বের অন্যতম কারণ মুখ্যমন্ত্রীর পদ। গত ৫ বছর ধরে সেই দন্দ চলার পর নির্বাচনের আগে ফের গেহলট বলেছেন, “আমি ছাড়তে চাইলেও মুখ্যমন্ত্রীর চেয়ার আমাকে ছাড়তে চায় না।” অশান্তির সেই পর্যায়ে কাটিয়ে এবার অবশ্য ঐক্যের সুর পাইলটের গলায়। তিনি বলেন রাহুল গান্ধী আমাকে ক্ষমা এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সে কারণে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে। রাজস্থানের আগামী পাঁচ বছরের রোডম্যাপের দিকে তাকিয়ে। ঐক্যবদ্ধ কংগ্রেস জয়ী হবে। তার পর জয়ী প্রার্থী এবং শীর্ষ নেতৃত্ব ঠিক করবে কে কোন পদে বসবেন।

শুধু তাই নয় কংগ্রেস জমানায় রাজস্থানের উন্নয়নের ঢালাও প্রশংসা করে পাইলট বলেন, ২০১৮-তে বিরোধী শিবিরে ছিল দল। এবার মানুষ দেখেছে গত পাঁচ কতটা কাজ হয়েছে। গ্রামে গ্রামে পৌঁছেছে উন্নয়ন। এবার নির্বাচন ঐতিহাসিক। কারণ রাজস্থানে ভোটের প্রথা (পাঁচ বছর শাসক দল বদল) ভাঙবে, ক্ষমতায় ফিরবে কংগ্রসেই। একই সঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “কংগ্রেস কোনওরকম ফাটল নেই। বিজেপিতেই দলাদলি, উত্তেজনা, মারামারি। ভুল পদ্ধতিতে টিকিট বিতরণ করা হয়।”

 

spot_img

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...