কাশ্মীর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করবেন মোদি

দিওয়ালি উৎসব পালনের লক্ষ্যে সেজে উঠেছে গোটা দেশ। প্রায় প্রতি বছর এই দিনটি সীমান্তে দেশের সেনাবাহিনীর(Indian Army) সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এবারও সেনার সঙ্গে দিওয়ালি পালন করতে রবিবার জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) আখনুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে সেনার ১৯১ ব্রিগেডের সঙ্গে পালন করবেন দিওয়ালি উৎসব।

সেনার সঙ্গে দিওয়ালি পালনের সময় সেনার পোশাকেই দেখা যায় প্রধানমন্ত্রীকে। উৎসব পালনের পাশাপাশি দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে নানা বার্তাও দেন তিনি। এবারও তাঁর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি (Diwali) পালন করেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার আগে ২০২১ সালের দিওয়ালিতে তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে। ২০১৯ সালে রাজৌরি জেলা ও ২০১৮ সালে উত্তরাখণ্ডে উৎসব পালন করতে দেখা গিয়েছিল মোদিকে। আর এবার আখনুরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর। সেখান থেকে দেশবাসীকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে গোটা দেশের।

Previous articleসুপ্রিম কোর্টে নয়া ইনিংস শুরু ‘মিট্টি ক্যাফে’র! সকলকে আসার আহ্বান প্রধান বিচারপতির
Next article‘ভারতের বোলিং শক্তিশালী,ওদের বিরুদ্ধে রান করা কঠিন’, বললেন ম‍্যাক্সওয়েল