চোখের সমস্যায় (Bad Eye Condition) যাতে কাউকে ভুগতে না হয় সেই কারণে রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে ‘চোখের আলো’ (Chokher Aalo) প্রকল্প চালু করা হয়েছিল। ২০২১ সালে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।বিনামূল্যে রাজ্যবাসীর চক্ষু পরীক্ষা, চিকিৎসা থেকে শুরু করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ছানি অপারেশনও করা হয় এই প্রকল্পে। কিন্তু সূত্র বলছে, যে লক্ষ্য স্থির করা হয়েছিল তা পূরণে রাজ্যের প্রায় ৯৯% চক্ষু বিশেষজ্ঞরা ব্যর্থ বলে নবান্নের (Nabanna) রিপোর্ট জমা পড়েছে। তাই এবার বড় শাস্তি পেতে পারেন রাজ্যের অপথ্যালমোলজিস্টরা(Ophthalmologist)। ইতিমধ্যেই সব জেলার CMOH-কে সতর্ক করা হয়েছে বলে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে জানা যাচ্ছে। এই তালিকায় রয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) নামও।
ঠিক সময় চোখেরই সমস্যার দিকে নজর না দিলে সারা জীবনের মতো অন্ধত্ব নেমে আসতে পারে। কিন্তু সব মানুষের পক্ষে টাকা খরচ করে ছানি অপারেশন (Cataract surgery) বা চোখের বিশেষ চিকিৎসা করা সবসময় সম্ভব নাও হতে পারে। তাঁদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলার সরকার। প্রতিমাসে অন্তত ৬০ টি করে চোখের অস্ত্রোপচার বেঁধে দিয়েছিল রাজ্য সরকার । কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা জেলায় জেলায় অধিকাংশ মানুষ ‘চোখের আলো’ প্রকল্প সম্পর্কে ওয়াকিবহালও নয়। এর আগে এই বিষয়ে সতর্ক করার পরও, পরিস্থিতির বদল না হওয়ায় কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শাস্তির কোপ নেমে আসতে পারে চক্ষু চিকিৎসকদের উপরে।