ফের কমল বাতাসের গুণগত মান! বৃষ্টি হলেও দূ.ষণের হাত থেকে মুক্তি নেই দিল্লিবাসীর

বৃহস্পতিবার থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছিলেন দিল্লিবাসী। তবে তা বেশ দিন স্থায়ী হল না।

দীপাবলির (Diwali) পর থেকেই ফের নতুন করে বাতাসের গুণগত মান (Air Quality) কমতে শুরু করেছে দিল্লিতে (Delhi)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর পরিসংখ্যান অনুযায়ী সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণগত মান ৪০০-র কাছাকাছি রয়েছে বলে খবর। তবে দীপাবলির বেশ কয়েক দিন আগে বাতাসের গুণগত মান বৃদ্ধি পেয়েছিল। কিন্তু দীপাবলির পর আবার দূষণের মাত্রা চিন্তা বাড়াচ্ছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আর কে পুরম এলাকায় বাতাসের গুণগত মান ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআই-এর মাত্রা ৪৩০, পাঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান ৪২৩।

তবে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল রাজধানী শহরে। পরিবেশবিদেরা অনুমান করেছিলেন বৃষ্টি হলেই রাজধানীর বাতাসের গুণগত মান বৃদ্ধি পাবে। এদিকে বৃহস্পতিবার থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছিলেন দিল্লিবাসী। তবে তা বেশ দিন স্থায়ী হল না। গত ১৩ নভেম্বর থেকে দূষণ পরিস্থিতির কথা ভেবেই গাড়ির জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এই প্রসঙ্গে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছিল, বৃষ্টির ফলে রাজধানীতে বাতাসের গুণগত মানের উন্নতি হয়েছে। তাই এখনই এই পথে হাঁটছে না তারা। তবে সরকারের তরফে এটাও জানানো হয় যে, দীপাবলির পর বাতাসের গুণগত মান কেমন থাকে সেই পরিস্থিতি পর্যালোচনা করে জোড়-বিজোড় নীতি চালু করা উচিত কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

 

 

Previous articleকিউয়িদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের ব.দলা কি মুম্বইতে নিতে পারবে রোহিত, বিরাটরা?
Next articleকালী ঠাকুর দেখে ফেরার পথে বাইক দু.র্ঘটনায় মৃ.ত্যু বাবা-ছেলের