‘রোহিত শর্মা ষড়যন্ত্র করে টস জেতেন’, অভিযোগ প্রাক্তন এই পাক ক্রিকেটারের

এই নিয়ে সিকন্দর বখত বলেন," দেখুন আপনাকে একটা ষড়যন্ত্রের কথা জানাই। অন্য সব দলের অধিনায়ক আর রোহিতের টস করার মধ্যে পার্থক্য আছে।

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে ৭০ রানে জয় পায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচে টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এবার এই টস নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকন্দর বখত। গতকাল পাকিস্তানের এক টিভি চ্যানেলে সিকন্দর বখত অভিযোগ করেন, রোহিত শর্মা ষড়যন্ত্র করে টস জেতেন।

এই নিয়ে সিকন্দর বখত বলেন,” দেখুন আপনাকে একটা ষড়যন্ত্রের কথা জানাই। অন্য সব দলের অধিনায়ক আর রোহিতের টস করার মধ্যে পার্থক্য আছে। অন্য অধিনায়কেরা টসের সময় কয়েন খুব বেশি উপরে ছোড়ে না। কিন্তু টসের সময় রোহিত শর্মা কয়েন ঘুরিয়ে অনেক দূরে ফেলেন যাতে বিপক্ষ দলের অধিনায়ক এগিয়ে গিয়ে দেখতে না পায় কি পড়েছে হেড না টেল।”

এখানেই না থেমে সিকন্দর বখত আরও বলেন,” টসের পর ম্যাচ রেফারি দেখে জানান হেড না টেল কী পড়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত টসে জিতছে। অথচ বিশ্বকাপের আগে জিতছিল না। তাহলে কি ম্যাচ রেফারিও ভারতের পক্ষে টসের ফল বলছে। এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় টস খুবই গুরুত্বপূর্ণ। কোনও দলকে বাড়তি সুবিধা দেওয়া উচিত নয়।” নিজের বক্তব্যের ক্লিপটিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

উল্লেখ্য, বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে রোহিত শর্মার দল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন:ইডেনে বৃষ্টি, ম‍্যাচ ভেস্তে গেলে ফাইনালে রোহিতদের মুখোমুখি কারা, কি বলছে নিয়ম?

Previous articleনির্মাতাদের পুরো বিবৃতি ‘ফেক’! রহমানকে ফের গান প্রত্যাহারের দাবি নজরুল ইসলামের নাতনি-সহ বিশিষ্টদের
Next articleনির্ভুল রো.বোটিক পদ্ধতির মাধ্যমে স্পা.ইনাল সা.র্জারিতে বি.প্লব এনেছে মণিপাল হাসপাতাল