Monday, August 25, 2025

মোদি জমানায় ‘বিকাশ’ শুধুই ধনীদের! এবার বিমান ভাড়াকেও টপকে গেল ‘আমজনতার’ রেল

Date:

Share post:

একটা সময় ছিল যখন রেলকে বলা হতো আমজনতার লাইফ লাইন। তবে মোদি জমানায় সেসব এখন অতীত। বাস্তব পরিস্থিতি বলছে, মোদি সরকারের দৌলতে ট্রেনের দাম এত বেড়েছে যে তা ছাপিয়ে গিয়েছে বিমানের ভাড়াকেও। ফলস্বরূপ ট্রেনে চড়াও দায় হয়ে উঠেছে আমজনতার। রেলের দ্বিতীয় শ্রেণির (এসি) টিকিটের দাম পৌঁছে গিয়েছে ৯,৩৯৫ টাকা। সেইসঙ্গে স্লিপার কোচ কমে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। ২০১৪-র আগে অর্থাৎ মোদি সরকার ক্ষমতায় আাসর আগে যা ছিল ৭৩ শতাংশ।

মোদির সবকা সাথ-সবকা বিকাশের ঠেলায় দেশে পয়সাওয়ালা ব্যবসায়ী ছাড়া আমজনতার কাছে রেল এখন অধরা হয়ে উঠেছে। অনেকেই মশকরা করে বলছেন, এর থেকে সস্তার বিমানযাত্রা করা অনেক সহজ। দ্বিতীয় শ্রেণির এসি কোচের একটি টিকিটের দাম যদি ৯,৩৯৫ টাকা হয় তাহলে চার কিংবা পাঁচজনের পরিবারের একপিঠের রেল সফরের খরচ দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজার টাকা। এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক খরচ। অথচ বাস্তব অভিজ্ঞতা বলে তিন মাসে আগে কেউ বিমানের টিকিট কাটলে এর থেকে অনেক কম খরচে সফর করতে পারবে। সব দেখে-শুনেও চুপ প্রধানমন্ত্রী। ভারতীয় রেল মোদি-জমানায় গরিমা হারিয়েছে অনেকটাই। রেল রক্ষণাবেক্ষণের ন্যূনতম কাজ হয় না। তা না হলে পরপর এতগুলো ভয়াবহ রেল দুর্ঘটনায় কয়েকশো মানুষের প্রাণ যেত না। দীর্ঘদিন ধরেই রেলের খাবারের মান পড়েছে। অথচ দফায় দফায় বেড়েছে টিকিটের দাম।

বন্দে ভারতের মতো দেখনদারির ট্রেনের উদ্বোধন করে মোদি সরকার ভারতের বিকাশ তুলে ধরতে চেয়েছে দেশবাসীর কাছে। টাকা তুলতে বেসরকারি সংস্থার কাছে বেচে দিয়েছে স্টেশনও। কিন্তু দেশের লাইফলাইন রেলের জন্য যে বাজেট বরাদ্দ থাকা উচিত তার ছিঁটেফোঁটাও নেই। কায়দা করতে গিয়ে রেল বাজেটটাও তুলে দিয়েছে মোদি সরকার। গর্বের ভারতীয় রেল কবেই যে বিজেপির রেল হয়ে গিয়েছে টের পাননি আমজনতা। বছরে একবার বা দু’বার সপরিবার ভ্রমণ করতে গিয়ে টিকিট কাটার সময় আঁতকে উঠছে মধ্যবিত্ত চাকুরে বা নিম্নমধ্যবিত্তরা। অজান্তেই তাঁরা বলে উঠছেন, এই কী বিকাশের নমুনা! এ জন্যেই ভোট দেওয়া?

রেলের প্রতি এই চূড়ান্ত অবহেলা, উদাসীনতা, বড়লোকি চাল নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমল কংগ্রেস। দলের স্পষ্ট বক্তব্য, দেশবাসীর পাহারাদার বলে নিজেকে মসিহা ঘোষণা করা প্রধানমন্ত্রী ব্যস্ত নিজের ব্র্যান্ডিং করতে। ভোট বাজারে চমকের রাজনীতি এখন তার তুরুপের তাস। মিথ্যে প্রতিশ্রুতি শুনতে শুনতে দেসবাসীর কাছে তথাকথিত মোদিঝড় বলে আর কিছু নেই। দেশের মানুষ বুঝে গিয়েছেন এই সরকার থাকলে একদিকে মূল্যবৃদ্ধি-বেরোজগারি-সহ ধর্মের জিগিরই সার হবে। আসল কাজটি হবে না।

spot_img

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...