Thursday, December 25, 2025

সু.ড়ঙ্গে আটকে শ্রমিকরা! ওদিকে সরকার ব্যস্ত আন্তর্জাতিক সামিট আয়োজনে, বাড়ছে ক্ষো.ভ

Date:

Share post:

উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ের দিকে যখন তাকিয়ে সারা বিশ্ব, ৪১ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার এখনও অধরা, তখনই উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ আন্তর্জাতিক কংগ্রেস অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দুর্যোগ মোকাবিলায় ঝুঁকি প্রশমনের জন্য আধুনিক প্রযুক্তি সম্পর্কে চলবে এই চিন্তন শিবির। একদিকে যখন সিল্কিয়ারা টানেল থেকে ৪১ জন শ্রমিককে বের করে আনতে হিমশিম খাচ্ছে সরকারি এজেন্সিগুলি, তখন সেই কাজে মনোনিবেশ না করে কেন সামিটের পিছনে লোকবল ও অর্থব্যয় হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ১৬ দিন ধরে ভূগর্ভের অনিশ্চয়তায় কাটাচ্ছেন শ্রমিকরা, অথচ সেই বিপর্যয়ের দায় এড়িয়ে রাজ্যের বিজেপি সরকার এখন ব্যস্ত আন্তর্জাতিক স্তরে দুর্যোগ মোকাবিলার সামিট আয়োজনে! বিদেশি অতিথিদের অভ্যর্থনায় ঢালাও আয়োজনের পাশাপাশি দেরাদুনকে সাজানো হচ্ছে ডিজাস্টার কংগ্রেস এবং বিজনেস সামিটের জন্য। সিল্কিয়ারা টানেল ডিজাস্টারের পিছনে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের দায় ও নজরাদারির অভাব স্পষ্ট। উদ্ধারকাজও অসম্পূর্ণ। তারপরেও কীভাবে এই সরকারের ব্যবস্থাপনায় দুর্যোগ মোকাবিলার সামিট হতে পারে, সেই প্রশ্ন উঠছে।

ইতিমধ্যেই শ্রমিকদের উদ্ধারে দায়িত্বভার হাতে নিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে প্রতিদিন নতুন সময়সীমার কথা শুনে টানেলে আটকে পড়া শ্রমিকদের পরিবারের ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছে । উত্তরকাশীর এই সুড়ঙ্গ এখনও পর্যন্ত একটি অমীমাংসিত রহস্যে পরিণত হয়েছে, যার সমাধান কেউই করতে পারছে না। আমেরিকা থেকে আনা অগার মেশিন ব্যর্থ হয়েছে। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শও দিশা দিতে পারেনি । এখনও পর্যন্ত একাধিক উদ্ধারকারী দল উদ্ধারকার্যে নামলেও শ্রমিকদের উদ্ধারে ব্যর্থ হয়েছে। স্থানীয় পুলিশ, প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি, রেল বিকাশ নিগম লিমিটেড, ওএনজিসি, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, বিআরও, এনএইচএআই, তেহরি হাইড্রোপাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং টানেল নির্মাণের অনেক বিশেষজ্ঞ এই মিশনে নিযুক্ত আছেন। কিন্তু সবার হাতই খালি। এইমুহূর্তে টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দুটি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। একদিকে সেনাবাহিনী ম্যানুয়াল ড্রিলিং করছে। অন্যদিকে প্ল্যান বি-এর আওতায় ভার্টিক্যাল ড্রিলিং করে শ্রমিকদের উদ্ধারের প্রস্তুতি চলছে। এজন্য বিআরও প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করেছে এবং এখন দুটি জেসিবির সাহায্যে সড়ক দিয়ে কয়েক টন ওজনের মেশিন আনা হয়েছে। এত উদ্ধার পরিকল্পনা সত্ত্বেও কেন শ্রমিকরা বেরিয়ে আসতে পারছেন না, তা নিয়ে ক্ষোভ সর্বস্তরে।

প্রসঙ্গত, সোমবার উত্তরাখণ্ডের ওই সুড়ঙ্গ পরিদর্শনে যান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে তিনি টেলিফোনের মাধ্যমে কথা বলেন এবং তাদের বের করে আনার আশ্বাস দেন।

আরও পড়ুন- আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতল হুগলির হকার-মায়ের কন্যা

 

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...