সঠিক সময় ট্রেন চালানোর দাবি! অফিস টাইমে যাত্রী বিক্ষো.ভে উ.ত্তপ্ত ঝাড়গ্রাম

যাত্রীদের অভিযোগ, এক নম্বর প্লাটফর্মে ওই ট্রেনকে দাঁড় করিয়ে একের পর এক এক্সপ্রেস ও মালগাড়ি ছেড়ে দেওয়া হচ্ছিল। বিষয়টি ঝাড়গ্রাম রেলস্টেশনের কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

বেশিরভাগ সময়ে দেরিতে চলছে লোকাল ট্রেন (Local Train)। যার জেরে প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের। এবার সেই কারণেই সঠিক সময়ে লোকাল ট্রেন চালানোর দাবিতে ঝাড়গ্রাম স্টেশনে (Jgargram Rail Station) রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে খড়গপুরগামী (Kharagpur) ডাউন টাটানগর-খড়গপুর লোকাল ট্রেন অনেকটা দেরিতে ঝাড়গ্রাম রেল স্টেশনে পৌঁছয়। যাত্রীদের অভিযোগ, তিন নম্বর প্লাটফর্মের পরিবর্তে ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখার ফলে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

যাত্রীদের অভিযোগ, এক নম্বর প্লাটফর্মে ওই ট্রেনকে দাঁড় করিয়ে একের পর এক এক্সপ্রেস ও মালগাড়ি ছেড়ে দেওয়া হচ্ছিল। বিষয়টি ঝাড়গ্রাম রেলস্টেশনের কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এরপরই সকাল ৭টা থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টাটানগর-খড়গপুর লোকালকে অবরোধ করেন যাত্রীরা। পাশাপাশি ঝাড়গ্রাম স্টেশনের পূর্ব দিকের মেন রেললাইনে পুরুষ মহিলা নির্বিশেষে একত্রিত হয়ে লাইনের উপর বসে বিক্ষোভে ফেটে পড়েন। সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতে চলতে থাকে বিক্ষোভ। এদিকে সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছয় হাওড়াগামী টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। অবরোধের মুখে পড়ে সেই ট্রেনটিও।

তবে এদিন অবরোধ চলাকালীন ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল পুলিশ। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ রেল লাইনের উপর বসে থাকা যাত্রীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়। রেলযাত্রীদের অভিযোগ, প্রতিনিয়ত খড়গপুর-টাটানগর শাখায় ট্রেন দেরিতে চালানো হচ্ছে। সেই কারণে রোজ সমস্যায় পড়তে হচ্ছে। সঠিক সময়ে কাজে পৌঁছনো যাচ্ছে না। এদিন ট্রেন অনেক দেরিতে আসার পর সেটিকে দীর্ঘক্ষণ এক নম্বর প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। তাই সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতেই এই বিক্ষোভ।

 

 

 

 

Previous articleবাপ্পাদিত্যর দাবি সিবিআই সন্তুষ্ট, তবে মোবাইল নিয়ে গেল এজেন্সি
Next articleভারতীয় ফুটবলে ম‍্যাচ গ.ড়াপেটার কা.লো ছায়া, ত.দন্তে AIFF