Monday, August 25, 2025

ঘোড়া কেনাবেচার ছক বিজেপির! বিধায়কদের রিসর্টে পাঠানোর পরিকল্পনা কংগ্রেসের

Date:

বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। যেখানে ছত্তিশগড়ে কংগ্রেসের সহজ জয় হলেও বাকি রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। রাজস্থান (Rajasthan), তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ তিন রাজ্যেই জোর লড়াইয়ের আভাস দিয়েছে সমীক্ষা। সম্ভাবনা রয়েছে ত্রিশঙ্কু হওয়ারও। এই অবস্থায় বাড়ছে ঘোড়া কেনাবেচার আশঙ্কা। ফলস্বরূপ নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার আগেই রিসর্ট রাজনীতি নিয়ে পরিকল্পনা শুরু করে দিল হাত শিবির।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, তেলেঙ্গানায় বুথ ফেরত সমীক্ষা যে আভাস দিয়েছে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। কিংমেকার হতে পারেন আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। ফলে ঘোড়া কেনাবেচার জোরালো সম্ভাবনা রয়েছে কেসিআরের। তাই ফলপ্রকাশের পরই তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কদের কর্নাটক রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানে। ২০০ আসনের রাজস্থান বিধানসভাতেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস মনে করছে শেষ পর্যন্ত বিধানসভা ত্রিশঙ্কুও হতে পারে। সেক্ষেত্রে নির্দল এবং বিএসপি (BSP), আরএলপির মতো দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। দরকারে রাজস্থানে দলের বিধায়কদেরও রিসোর্টে নিয়ে যেতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে রাজস্থানের বিধায়কদের রাজ্যের বাইরে না নিয়ে গিয়ে উদয়পুরেরই কোনও রিসোর্টে রাখা হতে পারে।

তবে তেলেঙ্গানা ও রাজস্থান নিয়ে কংগ্রেস কিছুটা উদ্বিগ্ন থাকলেও মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় নিয়ে খুব একটা ভাবিত নয় কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে ছত্তিশগড়ে অনায়াসে এখানে জয় হাসিল করছে হাত শিবির। তবে মধ্যপ্রদেশে কিছু বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। যদিও বেশিরভাগই বিজেপির ক্ষমতায় আসার দিকে ইঙ্গিত করছে। ফলে এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version