Monday, January 12, 2026

টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকুক রোহিতের হাতেই, মত মহারাজের

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু করে দিয়েছে ভারতীয় দল। সামনেই আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ। অজিদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। প্রশ্ন উঠছে তবে কি সাদা বলে আর দেখা যাবে না রোহিত শর্মাকে? যদিও ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকবে রোহিতের হাতেই।

এদিন এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “আগামী টি-২০ বিশ্বকাপে রোহিতেরই নেতৃত্ব দেওয়া উচিত। ও খুব ভাল অধিনায়কত্ব করছে। তাই আমি আশা করি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রোহিতই অধিনায়ক থাকবে।”

এরপরই মহারাজ আরও বলেন,” আসলে এখনও তো সবাই সব ধরনের ক্রিকেটে খেলা শুরু করেনি। সূর্য টি-২০ অধিনায়ক, কিন্তু একদিনের ক্রিকেটে নেই। সেই কারণে একদিনের ক্রিকেটে অধিনায়ক রাহুল। আর টেস্ট রোহিত খেলছে। তবে রোহিত সব ধরনের ক্রিকেটে ফিরে এলে ওরই নেতৃত্ব দেওয়া উচিত।”

এদিকে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, “বিশ্বকাপের পরেই এতগুলো সিরিজ়। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা চলছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খুব কঠিন টানা খেলে যাওয়া। সকলের বিশ্রাম প্রয়োজন হয়। রোহিত, বিরাটেরা টেস্টে তো খেলবে।”

আরও পড়ুন:কেকেআর ভরসা রেখেছ, উচ্ছ্বসিত রাসেল

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...