বিজেপির জয় নয়, কংগ্রেসের ব্যর্থতা: INDIA-র নেতৃত্ব যোগ্য হাতে দেওয়ার দাবি তৃণমূলের

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে নির্বাচনের ফলাফল বিজেপির (BJP) সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতার উদাহরণ। রেজাল্টের ট্রেন্ড দেখে এই মত তৃণমূলের (TMC)। রবিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপিকে রুখতে ব্যর্থ  কংগ্রেস। কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেন, নিজেদের রাজ্যই সামলাতে পারছে না তারা। চার রাজ্যের ফল থেকে শিক্ষা নিক হাত শিবির-মত কুণালের।

তবে, তৃণমূল মুখপাত্র আশাবাদী যে ফলাফল এই বিধানসভা নির্বাচনগুলিতে দেখা যাচ্ছে সেই প্রবণতা লোকসভায় দেখা যাবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসের উচিত যে দল বিজেপিকে রুখতে সক্ষম হয়েছে I.N.D.I.A. জোটে তাদেরকেই প্রাধান্য দেওয়া- মত তৃণমূলের। কারণ কংগ্রেস একা চলতে গিয়ে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। কুণাল বলেন, I.N.D.I.A. জোটের মধ্যে জমিদারি প্রথা ছাড়তে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সক্ষম, সেই দল-ব্যক্তিকে জোটের নেতৃত্ব দিতে এগিয়ে দেওয়া হোক। বিজেপি বিরুদ্ধে সেটাই লড়াইয়ের স্ট্র্যটিজি হওয়া উচিৎ। কুণাল বলেন, নিশ্চিতভাবে ‘ I.N.D.I.A.’ জোট লড়বে এবং জয়ী হবে। দলীয় নেতৃত্ব ঠিক করবে জোটের কে নেতা হবেন।

তোপ দেগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়ছে, তখন কংগ্রেসের প্রদেশ শাখা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে বিজেপির হাত শক্ত করার খেলায় মেতেছে। এর ফল ভুগতে হচ্ছে হাত শিবিরকে।

কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, একাধিক জায়গায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে নকল করে জিতছে গেরুয়া শিবির। ফলে দিনের শেষে এটা প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলি সারা ভারতে সাড়া ফেলছে। সারা দেশ দেখছে এটা মমতা বন্দোপাধ্যায়ের স্কিম। ফলে এখানে অন্য কোনও দলের কৃতিত্ব থাকে না।

আরও পড়ুন: পাখির চোখ লোকসভা, আগামী ৬ তারিখ দিল্লিতে বিজেপি বিরোধী ‘INDIA’ জোটের বৈঠক

একই সঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তোলেন তৃণমূল মুখপাত্র। জাতপাতের রাজনীতি করেই নির্বাচনের জয় পেতে চাইছে বিজেপি। তবে, বাংলায় সেই নিরিখে ভোট হয় না। এখানে উন্নয়নের নিরিখে নির্বাচন হয়। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জন সমর্থন নিয়ে তিনবার ক্ষমতায় আছেন। আর বিজেপিকে বাংলার মানুষ ছুড়ে ফেলেছে। কুণালের কথায়, চার রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির রেজাল্ট দেখে বাংলায় লাফালাফি করে লাভ নেই। বাংলায় বিজেপির শুভেন্দু থেকে সুকান্ত, দিলীপ থেকে অনুপম যে যেখানে ছিল সেখানেই থাকবে। আদি বিজেপি নব্য বিজেপির লড়াই চলবে। সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি লড়বে। গোষ্ঠীদ্বন্দ্বে ওরা জেরবার। তাসের ঘরের মতো বাংলায় বিজেপি ভাঙবে- প্রবল আক্রমণ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের।