শনির সকালে পারদ প.তন, হা.ড় কাঁপানো শীত উইকেন্ডে!

আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

ডিসেম্বরের শীতে (Winter in Bengal) জবুথবু বাংলা। রোদের তেজ না থাকায় শনিবার সকাল থেকেই পারদ পতনের টের পাওয়া গেছে। ভোরের দিকে আগুনে হাত গরম করার ছবি বুঝিয়ে দিচ্ছে শীতের শিরশিরানি। শুক্রবার রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে। শনির সকালে আরও নিম্নমুখী গ্রাফ। চলতি মরশুমের শীতলতম দিন আজই, বলছে হাওয়া অফিস (Weather Department)। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। মঙ্গলবার-বুধবার পর্যন্ত শীতের এই স্পেল চলবে রাজ্যে। জেলায় জেলায় পারদ পতন অব্যাহত।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে উত্তর-পশ্চিমের অবাধ হাওয়ার গতিবিধিতে কোনও বাধা না আসায় শীতের দাপট অনুভব করা যাচ্ছে। আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মেঘলা আবহাওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে শীত বাড়বে। আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি।

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleসংসদকাণ্ডে নয়া মোড় , রংবো.মা হাম.লার নেপথ্যে বিদেশি যোগের সম্ভাবনা!