Tuesday, November 11, 2025

মানবিক মুখ্যমন্ত্রী, তিন দিনের মধ্যেই ইটিন্ডার দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

Date:

Share post:

মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের প্রতি যে মুখ্যমন্ত্রী সব রকমভাবে প্রতিশ্রুতিবদ্ধ সেই কথা প্রমাণ হল আরও একবার। তাঁর ঘোষণা মত ঘটনার তিন দিনের মধ্যেই আর্থিক সাহায্য পেলেন বসিরহাটে ইট ভাটার চিমনি ভেঙে মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশমত রবিবার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, ইট ভাটায় চিমনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। সেই মতোই রবিবার মৃত হাফিজুল ইসলাম মন্ডল এবং অসিত ঘোষের পরিবারের হাতে চেক তুলে দেন নারায়ণ গোস্বামী। অপর মৃত দুই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা হওয়ায় তাদের বাড়িতে চেক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অপরদিকে আহত তিনজনকেও ৫০হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। তাদের বাড়িতেও পৌঁছে যাবে চেক।

এদিন নারায়ণ গোস্বামী প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়ে জানান, মৃতদের পরিবাররা যাতে সব রকম সরকারি প্রকল্পের সুবিধা পায় সে বিষয়ে নজর দিতে। এছাড়াও স্থানীয় বিধায়ককে তিনি নির্দেশ দিয়েছেন এই মৃতদের পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকতে। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করা যায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বসিরহাটের ইটিন্ডা এলাকায় বয়লারে আগুন দেওয়ার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চিমনি। গোটা ঘটনায় আকস্মিকভাবে মৃত্যু হয় চারজনের, গুরুতর জখম হয়েছেন তিনজন এবং বাকি আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২৫ জনের মত।

আরও পড়ুন- রোহিতের অপমান, মুম্বইয়ের মেন্টর পদ থেকে কি সরে যাচ্ছেন সচিন তেন্ডুলকর? জল্পনা তুঙ্গে

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...