নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিয়োগের দাবিতে হাজরা মোড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভ আপার প্রাইমারি(Upper Primary) চাকরিপ্রার্থীদের। এই ঘটনায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শুক্রবার। আন্দোলনকারীদের সরিয়ে অবস্থান তুলতে সক্রিয় হয়ে উঠল পুলিশ। আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে, কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদ করেন। প্রতিবাদীদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আজ ৫৫৫ দিনে পড়ল। ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় তাঁরা এদিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা হয় অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগ হোক। আন্দোলনকারীদের প্রশ্ন, সরকার ধাপে ধাপে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে, বিধায়কদের বেতন বাড়াচ্ছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি তুলেছেন, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। এদিন চাকরিপ্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার।

Previous articleআজ লাল-হলুদের সামনে ওড়িশা, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের
Next articleবাম আমলে মানিক ভট্টাচার্যের নিয়োগ বে.আইনি ছিল, আদালতে জানালো রাজ্য