ঘন কুয়াশার জের! সাময়িকভাবে বন্ধ বিমান চলাচল, কলকাতা এয়ারপোর্টে উ.দ্বেগে যাত্রীরা

রবিবার ভোর থেকে ঘন কুয়াশার (Fog) চাদরে ঢেকেছে শহর কলকাতা (Kolkata)। যার জেরে কমেছে দৃশ্যমানতা। এদিকে এদিন সকাল থেকে ঘন কুয়াশার জেরে বড় সমস্যা কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। সূত্রের খবর, এদিন ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বিমান চলাচল। সাতসকলে এই ঘটনায় বেজায় চিন্তায় পড়েন যাত্রীরা। সূত্রের খবর, বর্তমানে এয়ারপোর্টের দৃশ্যমানতা ২৫ মিটারের আশেপাশে। তাতেই বাড়ছে উদ্বেগ। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয় পরিষেবা।

উল্লেখ্য, রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউ টাউনের আশেপাশের এলাকা। সূত্রের খবর, সকাল ৬টা নাগাদ দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে। তাতেই বিমান ওঠানামা নিয়ে চিন্তা বেড়েছিল বন্দরের কর্মীদের। কিন্তু, ৭টার পর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। দৃশ্যমানতা নেমে যায় ২৫ মিটারে। ফলে ওই সময় বেশ কয়েকটি বিমানের উড়ানের কথা থাকলেও সেগুলি ছাড়তে পারেনি। অন্যদিকে বেশ কয়েকটি বিমানের অবতরণের কথা থাকলেও কুয়াশার বাধায় সেগুলি মাঝ আকাশে চক্কর কাটতে থাকে।

তবে এদিন শুধু বিমান বন্দরের ভিতরেই নয়, দৃশ্যমানতা কম থাকার কারণে এয়ারপোর্টের বাইরেও যান চলাচলে সমস্যা হয়। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয় পরিস্থিতি।

 

 

 

Previous articleআজকের দিনে কী কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক
Next articleম.সজিদে প্রার্থনা চলাকালীন গু.লি! কাশ্মীরে ম.র্মান্তিক পরিণতি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের