Thursday, August 21, 2025

চাপে অভিযুক্ত প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ, বাড়ি থেকে সরছে ভারতীয় কুস্তি সংস্থার দফতর

Date:

প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়ি থেকে সরানো হচ্ছে কুস্তি সংস্থার সদর দফতর। ব্রিজভূষণের বাড়িতেই ছিল সর্বভারতীয় কুস্তি সংস্থার সদর দফতর। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশের পরেই সেই দফতর সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রকের নির্দেশে বাতিল হয়েছে নির্বাসিত সঞ্জয় সিং-এর বোর্ড। ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জ সিং। সঞ্জয় সিং ফেডারেশনের সভাপতি হওয়ার পরই আন্দোলনে নামেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। সেই সঞ্জয় জানিয়েছিলেন ব্রিজভূষণের বাড়ি থেকেই আপাতত কুস্তি সংস্থার কাজ হবে। কারণ এখনই নতুন কোনও দফতর খুঁজে পাওয়া সম্ভব নয়।

এই নিয়ে সঞ্জয় সিং বলেন, “ব্রিজভূষণের বাড়ি থেকে কুস্তি সংস্থার কাজ হয় বলে অভিযোগ রয়েছে। দু’দিন আগে আমরা দায়িত্ব পেয়েছি। নতুন জায়গা খুঁজছি। ক্রীড়া মন্ত্রক যদি আমাদের নতুন কোনও জায়গা দেয়, আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। নতুন জায়গার খোঁজ আমরাও করছি। পেলেই চলে যাব।”

ভারতীয় কুস্তির নতুন কমিটি তৈরি হওয়ার তিন দিন পরেই সঞ্জয় সিং-এর কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। আর সেই কারণে নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

আরও পড়ুন:বিশ্বকাপে ইঞ্জেকশন নিয়ে বোলিং শামির, কতটা সুস্থ ভারতীয় বোলার

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version