Wednesday, November 12, 2025

‘রাজ্য সঙ্গীত’-এর সমালোচকরা আগামী দিনে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’ বাংলার মাটি বাংলার জল।এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আগেই তো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন। সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের থেকে মতামত চাওয়া হয়েছিল।১ লা বৈশাখের দিকে পাল্লা ভারি ছিল।বিজ্ঞপ্তি দিয়ে সেটা ঘোষণা করা হয়েছে।
এই বিষয়ে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুণাল বলেন, বহু রাজ্যেই একটি নির্দিষ্ট দিন রাজ্য দিবস হিসেবে পালন হয়, এটা নতুন কিছু নয়। তার কটাক্ষ, বিজেপিও তো একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল। সেই তারিখটা হলে তখন কোনও কথা নয়। যেটা বাংলার মানুষ চাইছেন বাংলার সংস্কৃতি থেকে উঠে এসেছে সেই দিনটাই সরকার গ্রহণ করেছে। কুণাল মনে করিয়ে দেন, পয়লা বৈশাখ দিনটি সারা বিশ্বজুড়ে বাঙালিরা পালন করেন। বিজেপির যে নেতা নেত্রীরা বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করছেন,ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছেন তারা আগামিদিনে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন।

প্রসঙ্গত, মুখ্যসচিব হয়েই এই নতুন নির্দেশিকা জারি করেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে অপরিবর্তিত থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা। পাশাপাশি নির্দেশিকায়, প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু…’, এই গানটিকে ‘রাজ্য সঙ্গীত’ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব পাশ হয় বিধানসভাতে।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...