Saturday, November 15, 2025

টি-২০ বিশ্বকাপে কি পাওয়া যাবে বিরাট-রোহিতকে? জবাব খুঁজতে প্রোটিয়াদের সিরিজের ফাঁকে বৈঠকে নির্বাচকেরা

Date:

আগামি বছর টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে এক ম্যাচের সিরিজ খেলছে ভারতীয় দল। আর তারই মাঝে আলোচনায় আগামী টি-২০ বিশ্বকাপ। জুন মাসে হওয়ার কথা ২০ ওভারের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় কি খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা? ভারতীয় দলের এই দুই সিনিয়র ব্যাটারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না বিসিসিআই কর্তারা।সূত্রের খবর ,এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। বিরাট, রোহিতের মতামত জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ-এর পর দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে সেটাই শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ়। আর সেই সিরিজের আগে দল নির্বাচনের সমস্যায় জাতীয় নির্বাচকেরা। কারন ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি বিরাট এবং রোহিত। তবে তারা আগামী বিশ্বকাপে দু’জনেই খেলতে আগ্রহী। এটাই জাতীয় নির্বাচকদের রাতের ঘুম কার্যত কেড়ে নিয়েছে।সূত্রের খবর , এই নিয়ে নির্বাচকেরা কথা বলবেন বিরাট এবং রোহিতের সঙ্গে। তাঁরা চাইছেন, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

সূত্রের খবর, আগারকার ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে থাকবেন দুই জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস এবং সলিল আঙ্কোলা।সুযোগ মতো তিন নির্বাচক আলোচনায় বসতে পারেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। মূলত আফগানিস্তান সিরিজ়ের দল নির্বাচন নিয়ে কথা হবে। নির্বাচকেরা কথা বলবেন বিরাট এবং রোহিতের সঙ্গেও। তাঁরা চাইছেন, বিশ্বকাপ খেলতে চাইলে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলুন দুই সিনিয়র ক্রিকেটার।

আরও পড়ুন-অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক-এর অস্বভাবিক মৃ.ত্যু

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version