Saturday, November 1, 2025

প্রথম দিনেই পরেছে ২৩টি উইকেট, নিউল্যান্ডসের উইকেট নিয়ে ক্ষু.ব্ধ খোদ দক্ষিণ আফ্রিকার কোচ, ক্যাপ্টেন

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পরেছে ২৩টি উইকেট! কেপটাউনের নিউল্যান্ডসের উইকেট নিয়ে ক্ষুব্ধ খোদ দক্ষিণ আফ্রিকার কোচ, ক্যাপ্টেন। তাদের দেশের পিচ নিয়েই কিউরেটরদের কাঠগড়ায় তুলেছেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগার ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। সাধারণ ভাবে কেপটাউনের পিচ এতটা দ্রুত গতির হয় না।

প্রথম দিনের খেলার শেষে এলগার বলেন, ‘নিউল্যান্ডসের পিচ সাধারণ ভাবে মন্থর হয়। ব্যাটারদের খেলতে খুব একটা সমস্যা হয় না। খেলা যত এগিয়ে যায়, ততই পিচে গতি আসে। কিন্তু এখানে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে।’ অন্যদিকে কেপটাউনের উইকেট প্রিন্স ভাল ভাবেই চেনেন। এটা তাঁর ঘরের মাঠ। পিচের এমন চরিত্র বদল নিয়ে মুখ খুলেছেন তিনিও। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ এই নিয়ে বলেন, ‘ প্রথম দিনে এমন দ্রুত গতির পিচ এর আগে দেখিনি। পিচে বাউন্স সমান হলে দ্রুত গতির পিচে ব্যাটারদের সমস্যা হওয়ার কথা নয়। এখানে সেটা দেখা যাচ্ছে না। কোনও বল লাফাচ্ছে। আবার কোনও বল নিচু হচ্ছে। তাই ব্যাটারদের সমস্যা হচ্ছে। পাশাপাশি পিচে বল পড়ে কখনও ভিতরে ঢুকছে। কখনও বাইরের দিকে যাচ্ছে। এই পিচে খেলা কঠিন।’

কেপটাউনে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এলগারের।দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন বলেন, ‘খালি চোখে পিচ দেখে খারাপ বলে মনে হচ্ছে না। আগে ব্যাট করতে এত সমস্যা হয়নি। আমাদের দেশের ব্যাটাররা এই মাঠে খেলতে পছন্দ করেন। তবে এবার সেটা হচ্ছে না।’ বুধবার প্রথম ইনিংসে ৫৫ রানেই শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস।দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ১৭৬ রান।

ভারতীয় দলের ব্যাটাররাও এই উইকেটে ব্যাট করতে পারেননি। ১৫৩ রানেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ইনিংস। দক্ষিণ আফ্রিকা ২৩ ওভার ২ বল ব্যাট করতে পেরেছে। আর ভারতীয় দল ৩৪ ওভার ব্যাট করতে পেরেছে। উল্টো দিকে দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শেষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ভারতীয় দলকে জিততে হলে ৭৯ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৬উইকেট নেন যশপ্রীত বুমরাহর।

১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচে প্রথম দিনে পড়েছিল ২১ টি উইকেট। ১২৮ বছরের সেই রেকর্ড ভেঙে গেল বৃহস্পতিবার।

 

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...