বাংলাদেশের জাতীয় নির্বাচন: শেখ হাসিনার আওমি লিগে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি

জাতীয় নির্বাচনের বাদ্যি বেজেছে প্রতিবেশী বাংলাদেশে। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৬৫ আসনে প্রার্থী দিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লিগ। তবে এই প্রার্থী তালিকায় কোটিপতির ছড়াছড়ি। জানা যাচ্ছে, আওমি লিগের প্রার্থীদের বার্ষিক গড় আয় ২ কোটি ১৪ লক্ষ টাকা। গড় সম্পদমূল্য সাড়ে ২৮ কোটি টাকারও বেশি!

বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুজনের’ তরফে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের নির্বাচনী হলফনামায় সম্পদের খতিয়ান। সেই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে গত দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই কোটিপতি। জানা যাচ্ছে, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে কোটিপতি প্রার্থীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বেড়েছে প্রার্থীদের মধ্যে আয়ের বৈষম্য। বাংলাদেশে এ বারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্দল-সহ মোট প্রার্থী ১,৯৪৫ জন। এঁদের মধ্যে ১৪ জন দু’টি করে এবং এক জন তিনটি আসনে প্রার্থী হয়েছেন। ‘সুজন’-এর রিপোর্ট জানাচ্ছে, ১,৯৪৫ জন প্রার্থীর মোট বার্ষিক আয় ১,১১৪ কোটি টাকা। মোট সম্পদের মূল্য ১৩ হাজার ৬২০ কোটি টাকা।

ওই রিপোর্ট জানাচ্ছে, বাংলাদেশে এ বারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রায় ৫৯ শতাংশের পেশা ব্যবসা। আওয়ামী লীগের ২৬৫ প্রার্থীর মধ্যে ১৭০ জন (৬৪ শতাংশের বেশি) পেশায় ব্যবসায়ী। জাতীয় পার্টির ২৬২ প্রার্থীর মধ্যে ১৭৩ জন (৬৬ শতাংশ) ব্যবসায়ী। ৪৩৩ জন নির্দল প্রার্থীর মধ্যে ব্যবসায়ী ৩০২ জন (প্রায় ৭০ শতাংশ)। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বার ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। পাঁচ বছর আগেকার ওই ভোটে ব্যবসায়ী প্রার্থী ছিলেন প্রায় ৫২ শতাংশ।

Previous articleএকাধিক শর্ত মেনে নেতাই যেতে হবে শুভেন্দুকে, পুলিশকে ভিডিওগ্রাফির নির্দেশ হাই কোর্টের
Next articleপ্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বুমরাহ