নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন! অভিজিৎকে তোপ কল্যাণের

নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন। সন্দেশখালির ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) ভূমিকা নিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শনিবার, তিনি বলেন, শুক্রবার ওঁর সামনে কি সন্দেশখালির বিষয় ছিল? ছিল না তো! তা হলে উনি আগ বাড়িয়ে কেন সন্দেশখালি নিয়ে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া, রাজ্যপাল, ইত্যাদি নিয়ে মন্তব্য করেন? তার মানে উনি নিজেই সংবিধানের শর্ত ভেঙেছেন। আদালতের গরিমা নষ্ট করছেন বলে অভিযোগ কল্যাণের।

তৃণমূল সাংসদ বলেন, ওঁর (অভিজিৎ) জন্য কলকাতা হাইকোর্টের বাকি বিচারপতিদেরও অসম্মান হচ্ছে। কল্যাণের (Kalyan Banerjee) কথায়, “উনি ইস্তফা দিন। তার পর রাজনীতিতে যোগ দিন”।

সন্দেশখালি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধুইয়ে দিয়েছেন কল্যাণ। তাঁর কথায়, “আপনি তো সিপিএমের লোক ছিলেন। মনে নেই ৩৪ বছর ধরে কী নোংরামি করেছে সিপিএম। এখন সিপিএম নেই, তাই আপনি বিজেপির সঙ্গে আছেন। জয়েন করুন পার্টিতে।“


Previous articleস্কুলপড়ুয়াদের জন্য ‘স্পেশ্যাল গিফট’! সবুজসাথী প্রকল্পে আরও বেশি সাইকেল বিলির সিদ্ধান্ত রাজ্যের
Next articleগ্রামাঞ্চলে আরও ১১ হাজার কিলোমিটার রাস্তা, বরাদ্দ ৪ হাজার কোটি