হাইকোর্টের নির্দেশ মেনে সিআইডির বড় সাফল্য!

তমলুকের (Tamluk) হাঁটুয়া খামারচক হাইস্কুলে নিয়ম না মেনে নিয়োগ করা হয়েছে বলে অভি.যোগ করেন পূর্ব মেদিনীপুরের ডিআই।

বেআইনি নিয়োগ তদন্তে এবার বড় সাফল্য পেল রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর তমলুকের (Tamluk) হাঁটুয়া খামারচক হাইস্কুলে নিয়ম না মেনে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন পূর্ব মেদিনীপুরের ডিআই। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলার তদন্তভার দেয় সিআইডিকে (CID)। নির্ধারিত সময়ের মধ্যেই এবার বেআইনি নিয়োগের সঙ্গে জড়িত থাকার অপরাধে অবসরপ্রাপ্ত ডিআই ও স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল সিআইডি। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত আছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই রাজ্যের নিয়োগ সংক্রান্ত একগুচ্ছ মামলার তদন্তে রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ ঘটছে এইসব সংস্থার তদন্তে। তবে তমলুকের ঘটনায় সিআইডি অফিসারদের এই সাফল্য যথেষ্ট প্রশংসনীয়।

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleনৃ.শংস! পাকিস্তানে খু.ন একই পরিবারের ১১ সদস্য, কারণ নিয়ে ধোঁ.য়াশা