২০১৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন। আট বছর পরে দেশের সবথেকে বড় সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক (MTHL) বা অটল সেতুর উদ্বোধন হল শুক্রবার। লোকসভা নির্বাচনের আগে এই সেতু উদ্বোধনকেও নির্বাচনী প্রচারের কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সেতুর সাহায্যে শুধুমাত্র মুম্বাই ও নভি মুম্বাইয়ের মধ্যেই যোগাযোগ স্থাপন হল, এমনটা নয়। এর মাধ্যমে দেশের বাণিজ্য নগরীর সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন হল দক্ষিণ ভারতের।


মুম্বাইয়ের সেওরি (Sewri) থেকে শুরু করে সমুদ্রের ওপর দিয়ে রাইগড় জেলার নব সেবা (Nhava Sheva) পর্যন্ত ২১.৮ কিমি দীর্ঘ এই সেতু বিস্তৃত। এর মধ্যে ১৬.৫ কিমিই রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। সেতুর ওপর ছয় লেনের রাস্তা রয়েছে, যা এই উদ্বোধনের পর খুলে যাবে সাধারণ মানুষের জন্য। দৈনিক গড়ে ৭০ হাজার গাড়ি এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারবে। এই সেতুর সাহায্যে মুম্বাই থেকে পুনে, গোয়া ও দক্ষিণ ভারতে যাতায়াতেও কম সময় লাগবে। গুরুত্বপূর্ণ এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা।


শুক্রবার মহারাষ্ট্র সফরে এই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি সেতু প্রস্তুতকারক আধিকারিকদের সঙ্গে সেতুর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন, ঘুর দেখেন ছবির গ্যালারি। উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিতি ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাত শিণ্ডে, উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, রাজ্যপাল রমেশ ব্যাস। তবে এই উদ্বোধনের পরেই অন্য একটি অনুষ্ঠানে লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে আরও উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, যার মধ্যে বুলেট ট্রেনও রয়েছে। নিজে যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার উদ্বোধন আট বছর পর করেও দিনটিকে মহারাষ্ট্রের জন্য গর্বের দিন বলে উল্লেখ করেন।














