Wednesday, December 3, 2025

হাওড়ায় পদ্ম-নেতার পারিবারিক গাঁজা চাষ! ‘গাঁজাখোর’ BJP-কে ধুয়ে দিলেন কুণাল-দেবাংশু

Date:

Share post:

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা। বাড়ির মালিকিন রূপা রায় হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য। তাঁর স্বামী নিমাই রায় BJP-র কিষাণ মোর্চার নেতা। শুধু তাই নয়, বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের সঙ্গে একাধিক ছবি নিমাইয়ের। ধৃত নিমাই রায় জানিয়েছেন গাঁজা চাষ নাকি তাঁদের পারিবারিক ব্যবসা! এই বিষয় নিয়ে রবিবার দুপুর তৃণমূল (TMC) ভবনে সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। ধৃত বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল নয়, তাঁর দলের নেতারাই না কি ধরিয়ে দিয়েছেন। বিজেপিকে সরাসরি ‘গাঁজাখোর’ বলে আক্রমণ করে এই বিষয়ে বিরোধী দলনেতার রক্তপরীক্ষারও দাবি জানান তৃণমূল নেতৃত্ব। তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু যখন চোখ গোল করে চিৎকার করেন তখন তাঁর রক্তপরীক্ষা করা উচিত।

এরপরেই কুণাল বলেন, বিজেপি বিভিন্ন সময় তৃণমূল নেতৃত্বের বিভিন্ন ছবি প্রকাশ করেন। এখন দেখা যাচ্ছে এই বিজেপির কিষাণ মোর্চার নেতা, যাঁর পারিবারিক ব্যবসা গাঁজা চাষ- তাঁর ছবি রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের সঙ্গে। এখন কী বলবে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব! মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, হয় বিজেপি নেতারা দলীয় নেতার থেকে গাঁজা নিয়ে সেবন করতেন, না হলে সেই গাঁজা পাচারের টাকার বখরা নিতেন। না হলে কেন একজন ব্যক্তি যিনি নিজে বলছেন, যে তাঁর বাবার আমল থেকে গাঁজা চাষ করছেন, তাঁকে কেন কিষাণ মোর্চার নেতা করা হল? তাঁর স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হল? প্রশ্ন তোলেন কুণাল (Kunal Ghosh)। তাঁর কথায়, বিজেপি আসলে ‘গাঁজাখোর’।

এর আগেও একাধিকবার বিজেপির নেতাদের নাম মাদক পাচারের ঘটনায় জড়িয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন নিমাই রায়ের। এই প্রসঙ্গ তুলে বিজেপিকে ধুয়ে দেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, যেখানে বিজেপি সেখানেই গাঁজা! যেখানে বিজেপি সেখানেই কোকেন! দেবাংশু বলেন, এর আগে যে বিজেপি নেত্রী কোকেন-সহ ধরা পড়েছিলেন, তিনি অভিযোগ করেন বিজেপি নেতাই তাঁকে ফাঁসিয়েছেন। আবার হাওড়ায় ধৃত বিজেপি নেতায় বলছেন, তৃণমূল নয় আমাদের দলের লোকেরাই আমায় ফাঁসিয়েছে! তাহলে, বিজেপি জানত যে নিমাই রায় গাঁজা চাষ করেন। কীভাবে তাঁকে দলে নেওয়া শুধু নয়, কিষাণ মোর্চার নেতা করল? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেন দেবাংশু।

 

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...