Tuesday, January 13, 2026

হাওড়ায় পদ্ম-নেতার পারিবারিক গাঁজা চাষ! ‘গাঁজাখোর’ BJP-কে ধুয়ে দিলেন কুণাল-দেবাংশু

Date:

Share post:

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা। বাড়ির মালিকিন রূপা রায় হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য। তাঁর স্বামী নিমাই রায় BJP-র কিষাণ মোর্চার নেতা। শুধু তাই নয়, বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের সঙ্গে একাধিক ছবি নিমাইয়ের। ধৃত নিমাই রায় জানিয়েছেন গাঁজা চাষ নাকি তাঁদের পারিবারিক ব্যবসা! এই বিষয় নিয়ে রবিবার দুপুর তৃণমূল (TMC) ভবনে সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। ধৃত বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল নয়, তাঁর দলের নেতারাই না কি ধরিয়ে দিয়েছেন। বিজেপিকে সরাসরি ‘গাঁজাখোর’ বলে আক্রমণ করে এই বিষয়ে বিরোধী দলনেতার রক্তপরীক্ষারও দাবি জানান তৃণমূল নেতৃত্ব। তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, শুভেন্দু যখন চোখ গোল করে চিৎকার করেন তখন তাঁর রক্তপরীক্ষা করা উচিত।

এরপরেই কুণাল বলেন, বিজেপি বিভিন্ন সময় তৃণমূল নেতৃত্বের বিভিন্ন ছবি প্রকাশ করেন। এখন দেখা যাচ্ছে এই বিজেপির কিষাণ মোর্চার নেতা, যাঁর পারিবারিক ব্যবসা গাঁজা চাষ- তাঁর ছবি রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের সঙ্গে। এখন কী বলবে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব! মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, হয় বিজেপি নেতারা দলীয় নেতার থেকে গাঁজা নিয়ে সেবন করতেন, না হলে সেই গাঁজা পাচারের টাকার বখরা নিতেন। না হলে কেন একজন ব্যক্তি যিনি নিজে বলছেন, যে তাঁর বাবার আমল থেকে গাঁজা চাষ করছেন, তাঁকে কেন কিষাণ মোর্চার নেতা করা হল? তাঁর স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হল? প্রশ্ন তোলেন কুণাল (Kunal Ghosh)। তাঁর কথায়, বিজেপি আসলে ‘গাঁজাখোর’।

এর আগেও একাধিকবার বিজেপির নেতাদের নাম মাদক পাচারের ঘটনায় জড়িয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন নিমাই রায়ের। এই প্রসঙ্গ তুলে বিজেপিকে ধুয়ে দেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, যেখানে বিজেপি সেখানেই গাঁজা! যেখানে বিজেপি সেখানেই কোকেন! দেবাংশু বলেন, এর আগে যে বিজেপি নেত্রী কোকেন-সহ ধরা পড়েছিলেন, তিনি অভিযোগ করেন বিজেপি নেতাই তাঁকে ফাঁসিয়েছেন। আবার হাওড়ায় ধৃত বিজেপি নেতায় বলছেন, তৃণমূল নয় আমাদের দলের লোকেরাই আমায় ফাঁসিয়েছে! তাহলে, বিজেপি জানত যে নিমাই রায় গাঁজা চাষ করেন। কীভাবে তাঁকে দলে নেওয়া শুধু নয়, কিষাণ মোর্চার নেতা করল? প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেন দেবাংশু।

 

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...