Wednesday, December 24, 2025

সুপ্রিম কোর্টে ধাক্কা, মথুরা শাহী ইদগাহে সার্ভেতে সম্মতি মিলল না

Date:

Share post:

মথুরার শাহী ইদগাহ মসজিদে আদালতের তত্ত্বাবধানে কমিশনার নিয়োগ করে সার্ভেতে সম্মতি দিল না সর্বোচ্চ আদালত। এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্ন ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, যে পদ্ধতিতে সার্ভের জন্য আবেদন করা হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট।

মথুরার (Mathura) কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন শাহী ইদগাহ প্রাচীন কেশব মন্দির ভেঙে তৈরি হওয়ার দাবি তুলে এলাহাবাদ হাইকোর্টে মামলা শুরু হয়। এই সংক্রান্ত ১৮টি মামলা আদালতের বিচারাধীন। তারই মধ্যে ডিসেম্বর মাসে ইদগাহ মসজিদ চত্বর তিন সদস্যের কমিটির দ্বারা সার্ভের (survey) নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধী সম্প্রদায়। তবে এই সংক্রান্ত একাধিক মামলা আদালতের বিচারাধীন থাকায় সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে এই মামলা শুনতে রাজি হয় না। পাশাপাশি সুপ্রিম কোর্টে রীতি (formally) মেনে আবেদন করা হয়নি বলেও জানান বিচারপতি। তবে এরপরই এলাহাবাদ হাইকোর্টে আদালতের তত্ত্বাবধানে সার্ভেতে সম্মতি দেওয়ার সত্ত্বেও কোনও সঠিক নির্দেশ দেওয়া হয়নি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ইদগাহ মসজিদে কমিশনার নিয়োগ করে সার্ভের নির্দেশের বিরোধিতা মামলাটি ওঠে। সেখানেই আদালতের প্রশ্ন সার্ভে সংক্রান্ত আবেদনটিই অস্পষ্ট (Vague)। কী ধরনের সার্ভে হবে তা স্পষ্ট করে লেখাই নেই তাতে। কমিশনার কী কাজ করবেন তা স্পষ্ট করা নেই। এমনকি এভাবে কোনও আবেদন হতে পারে কী না তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। ট্রাস্ট শাহী মসজিদ ইদগাহ-এর ধর্মীয় স্থানের চারিত্রিক গঠনে পরিবর্তন করার বিরোধিতার আবেদনেই সায় থাকল সর্বোচ্চ আদালতের নির্দেশে।

spot_img

Related articles

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...