ফের দিল্লিতে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, কারণ নিয়ে ধোঁ.য়াশা

দিল্লির একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire)। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় ৩ মহিলা-সহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর পশ্চিম দিল্লির (Delhi) পিতমপুরা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। বাড়িটি থেকে বের করে আনা হয় সাত-আট জনকে। তবে সকলকে নিরাপদে বের করে আনা হলেও শেষরক্ষা হয়নি। পরে আহতদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এদিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

দমকলের এক আধিকারিক জানান, পিতমপুরার জেডপি ব্লকের বাসিন্দারা এদিন প্রথম আগুন লাগার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের ডিসিপি জিতেন্দ্র মীনা জানান, নিহতদের মধ্যে তিন জন মহিলা। বাকিরা পুরুষ। তবে তাঁদের দেহ আগুনে পুরো ঝলসে যাওয়ায় এখনও তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি। ওই বাড়িরই বাসিন্দা আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এদিন আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Previous articleশুক্রেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কবে থামবে দু.র্যোগ? বড় আপডেট হাওয়া অফিসের
Next articleরাজ্যসভায় সৌগত, দমদমে প্রার্থী ব্রাত্য?